আজকের দিন- সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তার আশঙ্কা। সকাল থেকে কোনও বিবাদ কপালে জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা। সম্পত্তি ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি কোনও সমস্যার থেকে সাবধান থাকুন।
এই বছর- কোনও কারণে মনে ভয় ভাব আসতে পারে। অর্থ ব্যাপারে কোনও বিবাদ হতে পারে। কোনও ভাল সংবাদ আসতে পারে। ব্যবসার দিকে উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিবাহ ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনও আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকরির স্থানে কোনও বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি আসতে পারে।
চরিত্র– এঁরা খুবই সৎ হন। যে কোনও কাজ নিজের চেষ্টায় করতে সক্ষম হন। অন্যের প্রতি খুবই বিনয়ী হন। যৌথ ব্যবসা একেবারেই করতে পছন্দ করেন না। লেখাপড়ায় খুবই মনযোগী হন। বন্ধুদের প্রতি একটু দুর্বল হন। মিথ্যা বলা বা মিথ্যা শোনা একেবারেই সহ্য করেন না।