আজকের দিন- আজ ভ্রমণের জন্য দিনটি ভাল, তবে কাজ বজায় রেখে ভ্রমণ করতে হবে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার আশা রাখা যেতে পারে।
এই বছর– কোনও কারণে কারও কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসার দিকে আবার লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আগমনের যোগ বেশি দেখা যাচ্ছে। এই বছর ভাগ্যের কোনও উন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। চারচাকা চালকদের একটু বিপদের ঝুঁকি আছে। বুদ্ধির ভুলের জন্য কোনও খারাপ কিছু ঘটতে পারে। প্রেমের ব্যাপারে কিছু অপবাদ জুটবে।
চরিত্র- এঁরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয় হন। চেষ্টা করলে ভাল সাহিত্যিক হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগ-ব্যাধি বিশেষ হয় না। এরা একটু নির্জনতা প্রিয় মানুষ হন। ভিড়ের চেয়ে একাকিত্ব বেশি পছন্দ করেন। সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট, ফলে যে কোনও কাজে দ্রুত এগোতে পারেন।