আজকের দিন- বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। নাকে ব্যথা হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা-মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ।
এই বছর- এই বছর শেয়ারে প্রাপ্তি হতে পারে। পরিবারের সঙ্গে বুঝে কথা বলতে হবে। ব্যবসায় লাভের আশা করা ঠিক হবে না। সংসারে অশান্তি থেকে মুক্তি। বন্ধুর পরিমাণ অনেক বাড়তে পারে। সাফল্যে অনেক শত্রু বৃদ্ধি। কর্মে শুভ ফল পাবেন। পড়াশোনায় মন বসবে না।
চরিত্র- এঁরা খুবই খরুচে হন। কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য। এঁরা কাজপাগল। কিন্তু কোন কাজ করবেন বা কোন কাজ করবেন না তা বুঝতে পারেন না। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগেন। তোষামোদপ্রিয় হন। সরকারি চাকরির দিকে ঝোঁক বেশি থাকে।