মেষ রাশির জাতকের কোন বয়সে কী ধরনের রোগ হতে পারে

দেখে নেওয়া যাক মেষ রাশির ক্ষেত্রে রাশি নক্ষত্র অনুসারে জাতকের স্বভাব ও বয়স অনুযায়ী কোন রোগে ভোগার সম্ভাবনা কতটা

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০০:০০
Share:

১২টি রাশির কথা আমরা সকলেই জানি। সেগুলি বেষ্টন করে ২৭টি নক্ষত্র রয়েছে।৩৬০ ডিগ্রিতে যদি ২৭টি নক্ষত্র থাকে, তবে এক একটি নক্ষত্রের ব্যাপ্তি ১৩ ডিগ্রি ২০ মিনিট করে অর্থাৎ মেষ রাশির শুরু থেকে ১৩ ডিগ্রি ২০ মিনিট অন্তর পর পর একটি করে নক্ষত্র রয়েছে । কোনও জাতকের স্বভাব ও অন্যান্যবিষয় বিচার্যে রাশি-সহ নক্ষত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রতিটি রাশি সওয়া দুই নক্ষত্র নিয়ে গঠিত।

Advertisement

এখন দেখে নেওয়া যাক মেষ রাশির ক্ষেত্রে রাশি নক্ষত্র অনুসারে জাতকের স্বভাব ও বয়স অনুযায়ী কোন রোগে ভোগার সম্ভাবনা কতটা:

মেষ- (অশ্বিনী নক্ষত্র)

Advertisement

স্বভাব: অশ্বিনী নক্ষত্র চতুস্পাদ, মঙ্গল ক্ষেত্রী, দেবগণ, দেব গুরু পূজ্য, বিচক্ষণ, কর্মশীল, অণ্ডরোগী, স্নেহবন্ত, জীবের প্রতি দয়াবান, সত্যবাদী,শৃঙ্গারপ্রিয়, দুই স্ত্রী, বহু কুটুম্ব, দেব-দ্বিজ ভক্ত, প্রথম গর্ভসন্তান নাশ, দীর্ঘদন্ত, দেহ আঁচিলযুক্ত, শাস্ত্রবাদী, দৈবজ্ঞ, বহুমান বিশিষ্ট, অলঙ্কারপ্রিয়, পদদ্বয় আরক্ত বর্ণ, স্বচ্ছবুদ্ধির হয়।

ফল ভোগ কাল (বয়স অনুযায়ী):

১ চন্দ্ররিষ্ট কষ্ট, ৪ জলমগ্ন, ৪/১০/১১ অগ্নিভয়, ২/১৫/২৭ বিবাহ কষ্ট, ৭/১৫/১৮ রাহুদোষ কষ্ট, ৭/৮/২২/২৮ জ্বররোগ কষ্ট, ৯/১৫/৩৫ বাতরোগ কষ্ট, ২/৭/৪৯ উদররোগ, ১/৩/৮০ কার্তিক মাস রবিবার শুক্লাষষ্ঠি বিশাখা নক্ষত্র দিবা ১৭ দণ্ড সময়ে জীবন সংশয়।
আরও পড়ুন: এই মাসে ঘর পাল্টালো কেতু, কোন রাশিতে কী প্রভাব জেনে নিন (শেষ অংশ)
(ভরনী নক্ষত্র)-
স্বভাব: ভরনী নক্ষত্র চতুস্পাদ, মঙ্গল ক্ষেত্রী, নরগণ, রাজপূজ্য, কথনীয়, গম্ভীর বুদ্ধি, কর্মশীল, সত্যবাদী, অণ্ডরোগী, পরাপরঘাতী, দয়াবন্ত, কৃষিবিদ্যাবিশারদ, চক্ষু রক্তবর্ণ, ধর্মজ্ঞ, শ্যামবর্ণ, বহু কুটুম্বযুক্ত, ধনবান, লোভী, কুলনায়ক, মনুষ্যপ্রিয়, শ্রদ্ধাবন্ত।
ফল ভোগ কাল-
১/৭ কষ্ট, ২/৪/৫ উদর রোগ, ৪/৮/১০ বসন্তাদি চর্মরোগ, ৫/১২/১৫ জ্বররোগ কষ্ট, ২/৭/১৬ গ্রহপীড়া কষ্ট, ৯/১৮/২৮ পরনিন্দা জনিত কষ্ট, ৮/১০/৩৫উদর রোগ, ১০/২০/৪২ কাশি, ৪৫ উদর রোগ, ৬৩ জলমগ্ন, ৫/৭/৭৩ কার্তিক মাস শুক্রবার শুক্লাষষ্ঠি, মূলা নক্ষত্রে, দিবা ৬ দণ্ড সময় জীবন সংশয়।
(কৃত্তিকা নক্ষত্র)-
স্বভাব: কৃত্তিকা নক্ষত্র একপাদ, রাক্ষস গণ, স্বচ্ছ বুদ্ধি, কর্মহীন, অশৌচবন্ত, সত্যবাদী, দেহ মলিন বর্ণ, পাতলা ও ঊর্ধ্বকেশ, দন্ত সামান্য, লোমদেহ,বস্ত্রপ্রিয়, পেটে চিহ্ন, বাত ও পিত্তধাতুযুক্ত হয়।শৃঙ্গারভোগী, নাভি গভীর, এক স্ত্রী, কুটুম্ব বিচ্ছেদক, পুত্র দুহিতার কষ্ট, বাণিজ্য ধৃতি, শ্যামবর্ণাভার্যাপ্রিয়, পরদ্বার প্রিয়, ক্রোধী, তেজস্বী।
ফল ভোগ কাল: ১/১০/২০ গ্রহপীড়া কষ্ট, ৪/৮/৯ অগ্নিভয়, ১৯ উদর রোগ, ২৫ গুহ্যব্যাধি, ৫/৯/৩১ প্রকৃতিযোগ, ২/৯/৪১ আঘাত, ৪৫ ক্ষুদ্রপীড়া, ৩/৯/৭১কার্তিক মাস বুধবার কৃষ্ণাদ্বাদশী শতভিষা নক্ষত্রে দিবা ১৯/৩ সময়ে জীবন সংশয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন