আপনার বাড়ির দরজা রং ঠিক আছে তো? দেখে নিন

যে কোনও বাড়িরই একটি প্রধান দরজা থাকে। বাড়ির শ্রীবৃদ্ধি ঘটাতে সেই প্রধান দরজার রং বা দিক বাস্তু শাস্ত্র মতে হওয়া উচিত। বাড়ি বা ফ্ল্যাটের ঘরের অন্য সব দরজার চেয়ে প্রধান দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ তিন ইঞ্চি বড়ো হওয়া উচিত।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০০:০০
Share:

যে কোনও বাড়িরই একটি প্রধান দরজা থাকে। বাড়ির শ্রীবৃদ্ধি ঘটাতে সেই প্রধান দরজার রং বা দিক বাস্তু শাস্ত্র মতে হওয়া উচিত। বাড়ি বা ফ্ল্যাটের ঘরের অন্য সব দরজার চেয়ে প্রধান দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ তিন ইঞ্চি বড়ো হওয়া উচিত। বাড়ির দরজা যেন কোনও ভাবেই কাচের না হয়। বাড়ির প্রধান দরজা খসখসে না হয়ে মসৃণ হলে গৃহকর্তার জীবন খুব মসৃণ হয়। বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাড়ির প্রধান দরজা খোলার সময় যেন কোনও রকম আওয়াজ না হয়। বাড়ির প্রধান দরজার রং অনুযায়ী দরজার ওপরে আলো লাগানো উচিত। যদি বাস্তু শাস্ত্র অনুযায়ী প্রধান দরজা রং করা হয়, তা হলে জীবন যাত্রার মান অনেক উন্নত হয়।

Advertisement

এ বার দেখে নেওয়া যাক প্রধান দরজার রং কী রকম হওয়া উচিত:

• বাড়ির প্রধান দরজার রং বাদামি হলে খুব ভাল হয়। এ ছাড়া চকলেট, হলুদ, সবুজ, নীল, গোলাপি, সাদা হলেও ভাল।

Advertisement

• তবে বাড়ির প্রধান দরজা কখনওই কালো রঙের হওয়া উচিত নয়।

• বাড়ির প্রধান দরজার আশেপাশে কখনও ডাস্টবিন রাখা উচিত নয়।

• প্রধান দরজায় যেন কোনও ভাবেই নোংরা না জমে।

দিক অনুযায়ী বাড়ির প্রধান দরজার রং কেমন হওয়া উচিত:

১) পুর্ব দিকে থাকলে কমলা রং।

২) দক্ষিণ-পূর্ব দিকে থাকলে গোলাপি রং।

৩) উত্তর দিকে থাকলে সবুজ।

৪) উত্তর-পুর্ব দিকে থাকলে হলুদ।

আরও পড়ুন: পায়ের আঙুল দেখে সঙ্গীর গুপ্ত চরিত্র জানুন

৫) দক্ষিণ দিকে থাকলে লাল।

৬) দক্ষিণ-পশ্চিম দিকে থাকলে বাদামি।

৭) পশ্চিম দিকে থাকলে নীল।

৮) উত্তর-পশ্চিম দিকে থাকলে সাদা।

*** প্রধান দরজার এই রং অনুযায়ী দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন লাগাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন