বিবাহ বিচ্ছেদের জন্য কোন কোন রাশি দায়ী জেনে নিন

সাধারণত বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী রাশিগুলো হল বুধ ও রবি। কিছু কিছু ক্ষেত্রে শনি, মঙ্গল, রাহু ও কেতু এর জন্য দায়ী হয়। জ্যোতিষ মতে জাতক-জাতিকার ভাগ্যেই বিবাহ বিচ্ছেদের যোগ থাকে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

গ্রাফিক: তিয়াষা দাস

সাধারণত বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী রাশিগুলো হল বুধ ও রবি। কিছু কিছু ক্ষেত্রে শনি, মঙ্গল, রাহু ও কেতু এর জন্য দায়ী হয়। জ্যোতিষ মতে জাতক-জাতিকার ভাগ্যেই বিবাহ বিচ্ছেদের যোগ থাকে। জেনে নিন রাশির অবস্থান কেমন থাকলে বিবাহ বিচ্ছেদ হতে পারে।

Advertisement

১) লগ্ন ভাবে শনি ও রাহুর একত্রে অবস্থান এবং লগ্নে যদি কেতু থাকে, তা হলে বিচ্ছেদের আশঙ্কা প্রবল।

২) দ্বিতীয়, সপ্তম ও একাদশ ভাবের সম্পর্ক আর্থিক কারণে বিচ্ছেদের দিকে নিয়ে যায়।

Advertisement

৩) দ্বিতীয়, সপ্তম বা অষ্টমে রবি ও মঙ্গল একত্রে অবস্থান করলে বিচ্ছেদ হবেই বলা যায়।

৪) দ্বিতীয়, সপ্তম ও একাদশ ভাবের সম্পর্ক পণ ও পারিবারিক কোনও কারণে বিচ্ছেদ ঘটায়।

৫) সপ্তম ভাবে দ্বাদশ পতি মঙ্গল, শনি, রাহু অবস্থিত হলে বিচ্ছেদ হওয়ার আশঙ্কা প্রবল।

৬) অষ্টম ভাবে মঙ্গল অবস্থিত হলে এবং ওই স্থানে শনি ও রাহু দৃষ্টি দিলে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে।

আরও পড়ুন: হাতে প্রেমের রেখা দেখে প্রেম করুন, না হলেই সমস্যা

৭) সপ্তম পতি ও দ্বিতীয় পতি যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ ও দ্বাদশ পতি গ্রহের নক্ষত্রে অবস্থিত হয়, তা হলে বিচ্ছেদ হয়।

৮) দ্বিতীয় ভাবে সপ্তম ভাব পতি বা রাহু ও কেতুর অবস্থানও বিচ্ছেদ ঘটাতে পারে।

৯) যদি দ্বিতীয় ও সপ্তম ভাব পতি ও শুক্র নীচস্থ হয়ে পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তবে বিচ্ছেদ হতে দেখা যায়।

১০) সপ্তম স্থানে রবি, শনি রাহু, কেতু অবস্থিত হলে এবং ত্রিকোণ সপ্তম ভাব পতি বা দ্বাদশ ভাব পতি অবস্থান করলে বিচ্ছেদের প্রবল যোগ সৃষ্টি করে।

১১) সপ্তম স্থানে ক্ষীণ চন্দ্র, শনি, রাহু একত্রে থাকে এবং যদি কোনও শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তা হলে বিচ্ছেদ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন