২০১৯ সালে সিংহ রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। নতুন বছর আরম্ভ কালে আপনার রাশি অধিপতি পঞ্চমে শনি মহারাজ যুক্ত।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। নতুন বছর আরম্ভ কালে আপনার রাশি অধিপতি পঞ্চমে শনি মহারাজ যুক্ত। ভাগ্য অধিপতি অষ্টমে রাহু দৃষ্ট এবং দ্বাদশে রাহুর অবস্থান। এ বছর অশুভ ফলের পাল্লা শুভ ফলের তুলনায় ভারি থাকতে পারে। এ বার আলোচ্য বিষয় সিংহ রাশির এ বছর কী করা উচিত এবং কী করা উচিত নয়।

Advertisement

সিংহ রাশি কী কী করবেন

সিংহ রাশির জাতক–জাতিকাদের ক্ষেত্রে এ বছর ব্যবসায় শুভ ফল পেতে গেলে পরিশ্রমের মাত্রা প্রচুর পরিমাণে বাড়াতে হবে।

Advertisement

এ বছর দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। চাকরি সূত্রে দূরে যেতে হতে পারে।

সন্তানদের বিদ্যালাভ, কেরিয়ার তৈরিতে এ বছর বাড়তি সতর্ক থাকতে হবে।

এ বছর পুরনো বাড়ি পরিবর্তন করতে পারেন। ফ্ল্যাট, নতুন বাড়ি কিনতে পারেন। নিজের বাড়ি প্রোমোটিং-এ দিতে পারেন।

আত্মীয়দের সঙ্গে পুরনো ঝামেলা এ বছর কোনও বড় আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে ঠিক করতে পারেন।

চাকরিতে অনেক দিন ধরে স্থায়ী হতে চাইছেন? এ বছর চাকরিতে স্থায়িত্ব পেতে পারেন।

কোনও রকম রিসার্চ, গবেষণা, বা বিদেশে গিয়ে যাঁরা গবেষণা করতে চাইছেন, তাদের জন্য ২০১৯ সাল কিন্তু কাজে লাগাবার ভাল সময়।

ইলেকট্রনিক জিনিস (মোবাইল, ল্যাপটপ) ইত্যাদি কেনার প্রতি ঝোঁক থাকলে, এ বছর সেই ইচ্ছা পূরণ হতে পারে।

এ বছর সিংহ রাশির আকস্মিক ব্যয় বন্ধ হয়ে যাবে। ফলে সঞ্চয় করতে সক্ষম হবেন।

সিংহ রাশি কী কী করবেন না

এ বছর লাগামছাড়া খরচ করবেন না।

কর্মে অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্বাস্থ্যহানি হতে পারে।

প্রশংসায় মেতে গিয়ে শত্রু মিত্র চিনতে ভুল হতে পারে। অতিরিক্ত কোনও কিছুতে মেতে উঠবেন না।

মানুষের সমালোচনার পাত্র হতে হয়, এমন কোনও কাজ করবেন না।

আরও পড়ুন: ২০১৯ সালে মিথুন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে মধুর সম্পর্ক নষ্ট হতে পারে।

এ বছর কারও হিংসার জন্য আপনার অনেক ক্ষতি হতে পারে।

বিঃ দ্রঃ- বেশি খামখেয়ালী হয়ে পড়বেন না। পড়াশোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত কাউকে কোনওরূপ সাহায্য করতে যাবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন