rakhi purnima

Raksha Bandhan: রাখি পূর্ণিমার দিন করুন এই সব কাজ করলে সম্পর্ক এবং ভাগ্যের উন্নতি হবে

আগামী ২২ অগস্ট ২০২১ রবিবার রাখি পূর্ণিমা। ওই দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। এই দিন দিদি বা বোন তাঁর ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ০৮:১৮
Share:

প্রতীকী চিত্র।

আগামী ২২ অগস্ট ২০২১ রবিবার রাখি পূর্ণিমা। ওই দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। এই দিন দিদি বা বোন তাঁর ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে। ভাই বোনের ভালবাসার প্রতীক এই উৎসব। ভাই বা দাদারা সারা জীবন বোন বা দিদিদের রক্ষা করার শপথ করে এই দিন।

Advertisement

এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তা হলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না।

নিয়ম

Advertisement

• রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয়, তা যেন অবশ্যই কিছু ক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তার পর ভাইয়ের হাতে বাঁধা হয়।

• রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে।

• এই শুভ ক্ষণে রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে।

মন্ত্র– যেন বন্ধো বলীরাজা দানবেন্দ্রো মহাবলঃ।

তেন ত্বাং প্রতিবন্ধামি রক্ষো মা চল মা চল।।

• রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে।

• এই উৎসবে কোনও ভাবেই কালো কোনও জিনিস উপহার দিতে নেই।

• রাখি পরানোর সময় কোনও রকম নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন