ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
১৮ জানুয়ারি ২০২৬, রবিবার মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে খ্যাত। হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী এক একটি অমাবস্যা ও পূর্ণিমা তিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। মনে করা হয়, পবিত্র মৌনী অমাবস্যা তিথিতে নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায়। মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনেরও চল রয়েছে। বিশেষ কিছু কাজ রয়েছে যা এই দিন করলে খুব ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া মৌনী অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্যও উৎসর্গীকৃত। এই দিন বিশেষ কিছু উপায় পালনে কোষ্ঠীতে থাকা পিতৃদোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই মেলে। নির্দিষ্ট কিছু জিনিস এই তিথিতে গোপনে দান করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে জানাচ্ছে শাস্ত্র। জেনে নিন সেগুলি কী কী।
মৌনী অমাবস্যায় কোন জিনিসগুলি গোপনে দান করবেন?
যে কোনও দানকার্যের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মনে লোভ নিয়ে বা কিছু লাভ করবেন কেবল সেই আশা নিয়েই দান করা যাবে না। এর ফলে ফলপ্রাপ্তি তো হবেই না, উল্টে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে। দান সর্বদা নিঃস্বার্থ ভাবে, শুদ্ধ মনে, সাধ্যে যা কুলোবে সেই অনুযায়ী করা উচিত। তা হলেই ফল পাওয়া যাবে, নচেৎ নয়।