রোজ ডে-তে পার্টনারকে কোন রঙের গোলাপ কী কারণে দেওয়া হয় জানেন?

আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন রঙের গোলাপ কী কী কাজে লাগে এবং তাদের ব্যবহার দ্বারা আমরা কী ভাবে লাভবান হতে পারি।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৭
Share:

আসছে ভ্যালেন্টাইন উইক। প্রেমের সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহকে ভ্যালেন্টাইন উইক বলা হয়। সপ্তাহের শুরু ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে। এর পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং সব শেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। রোজ ডে-তে বিভিন্ন রঙের গোলাপের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কার্যকারিতা উপভোগ করতে করতে পারেন। প্রেম ভালবাসার ক্ষেত্রে এই ফুলের রঙ আমাদের নিঃশব্দে অনেক কিছু বলে দেয়।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন রঙের গোলাপ কী কী কাজে লাগে এবং তাদের ব্যবহার দ্বারা আমরা কী ভাবে লাভবান হতে পারি।

১। লাল গোলাপ-

Advertisement

লাল গোলাপ হল প্রেমের প্রতীক। মনের ইচ্ছা, অভিলাষ অপরকে প্রকাশ করতে না পারলে তখন একটি ফুল প্রদান করে সহজেই তা প্রকাশ করতে পারেন। কাউকে মনে মনে ভালবাসলেন এবং মনে প্রাণে তাকে চাইলেন। যদি সেটা কোনও ভাবেই প্রকাশ করা না যায় তবে একটি লাল গোলাপ ফুল প্রদান করে অত্যন্ত সহজ ও সরল ভাষায় তাকে মনের ইচ্ছা জানাতে পারা যায়।

আরও পড়ুন: সন্তানের পড়াশোনায় মন বসে না? এই উপায়ে মিটবে সমস্যা

২। গোলাপী গোলাপ-

গোলাপী রঙের গোলাপ হল আনন্দের প্রতীক। একজন অপরজনের সঙ্গে যখন আনন্দ ভাগাভাগি করে নিতে চায় তখন এই রঙের গোলাপের বিশেষ মাহাত্ম্য থাকে। ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমিক প্রেমিকা একে অপরকে দিতে পারে। এতে ভালবাসার মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস অটুট থাকে।

৩। হলুদ রঙের গোলাপ-

দীর্ঘ দিন ধরে প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য চলছে। তৃতীয় কোনও ব্যক্তিকে নিয়ে ঝামেলার সৃষ্টি হচ্ছে। সে ক্ষেত্রে আপনার ভালবাসার মানুষকে হলুদ গোলাপ দিন। এই হলুদ গোলাপ স্ত্রী যখন স্বামী বা প্রেমিকা যখন প্রেমিককে দেয় তখন এর মানে এইরূপ দাঁড়ায়, আমি একমাত্র তোমারই এবং তুমি একমাত্র আমারই। এবং তোমার আমার মধ্যে তৃতীয় কারও স্থান নেই।

৪। কমলা রঙের গোলাপ-

আপনি যদি আপনার ভালবাসার মানুষকে পাগলের মতো ভালবাসেন, তা হলে আপনার এই ভালবাসাকে দীর্ঘস্থায়ী করার জন্য সঙ্গীকে কমলা গোলাপ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন