‘মহাভাগ্য যোগ’ কখন হবে এবং এই যোগের ফল কী?

এই যোগটি সংঘটিত হওয়ার জন্য নিম্নোক্ত যোগগুলি থাকা আবশ্যক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০০:০০
Share:

কী ভাবে বুঝবেন?

Advertisement

এই যোগটি সংঘটিত হওয়ার জন্য নিম্নোক্ত যোগগুলি থাকা আবশ্যক---

১। জাতক/জাতিকার জন্ম দিনের বেলায় হতে হবে।

Advertisement

২। হাতে রবি পর্বতটিকে সুস্পষ্ট ও বিকশিত হতে হবে।

৩। হাতে রবিরেখাটিকে স্পষ্ট সরল ও দীর্ঘ হতে হবে।

৪। বৃহস্পতি ও চন্দ্রের পর্বত স্থানটিকেও পুষ্ট ও উচ্চ হতে হবে।

এই যোগের ফল দেখে নেওয়া যাকঃ-

এই যোগে জন্মানো ব্যক্তি নেতৃত্বগুণের অধিকারী হয়। এদের চিন্তাধারা ও বিচার শক্তি উন্নত মানের হয়। সমাজের উচ্চকোটির মানুষ রূপে এরা সকলের কাছে আদৃত হন। এদের সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিরাও এদের ভাগ্যবলের প্রভাবে সৌভাগ্যের সান্নিধ্য লাভ করে। আর্থিক দিক দিয়ে এই জাতক/জাতিকাদের জীবনে কোনও দিন কোনও রূপ অভাব দেখতে পাওয়া যায় না। এদের বন্ধু ভাগ্যও বেশ ভাল হয়। এরা বৃদ্ধ বয়সেও নানারকম পার্থিব সুখভোগ করতে পারেন।

এই যোগটির একটি বিশেষ প্রভাব জাতিকাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। যদি কোনও জাতিকার যে কোনও এক হাতে এই যোগটি থেকে থাকে, তা হলে এর প্রভাবে সেই জাতিকারা রুচিশীল ও ভদ্র ব্যবহারের অধিকারিণী হন। এরা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্মান ও স্বীকৃতি লাভ করে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement