Impact of Shani Gochar 2025 on Zodiac Signs

আজ রাতেই রাশি পরিবর্তন করবে শনি! কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? কে কী প্রতিকার মানবেন?

শনিদেব রাশি পরিবর্তন করার ফলে বারোটি রাশির জাতক-জাতিকাদের জীবনেই কিছু না কিছু পরিবর্তন আসবে। সব ক্ষেত্রেই মন্দ কিছু হবে সেই ধারণা ভুল। রাশি অনুযায়ী কিছু সহজ প্রতিকার মেনে চললে ভাল ফল পাওয়া যেতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১১:৫২
Share:

—প্রতীকী ছবি।

শনিদেব রাশি পরিবর্তন করার ফলে আমাদের ১২টা রাশির ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, আবার কিছু রাশির ক্ষেত্রে একটু কম। আবার কোনও রাশির খুব শুভ সময় আসতে চলেছে। কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে এবং কী কী প্রতিকার মেনে চলতে হবে জেনে নিন।

Advertisement

মেষ– শনিদেবের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের ভাল ফল দেবে না। সাড়েসাতির প্রভাব থাকার ফলে বিশেষ ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য, কর্মক্ষেত্র এবং আর্থিক দিকে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিকার– প্রতি দিন কুকুরকে রুটি খাওয়ান এবং শনি মন্দিরে সর্ষের তেল দান করুন।

Advertisement

বৃষ– বৃষ রাশির ক্ষেত্রে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ভাইবোনদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। পরিশ্রমের তুলনায় অর্থ উপার্জন কম হবে।

প্রতিকার– প্রতি শনিবার প্রবাহিত জলে সাদা সর্ষে এবং কালো তিল ভাসাতে পারেন, উপকৃত হবেন।

মিথুন– শনির রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের পারিবারিক দিকে বিশেষ নজর দিতে হবে এবং বাড়িতে বয়স্ক সদস্যদের শরীরের যত্ন নিতে হবে। পরিশ্রম করলে ভাগ্য আপনার সঙ্গ দেবে।

প্রতিকার– শনিদেবের বিষনজর থেকে বাঁচতে গরিবদের খাবার খাওয়াতে পারেন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি ধীরে ধীরে কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের হবে এবং হঠাৎ অর্থ লাভ হতে পারে।

প্রতিকার– ভাল ফল পেতে শনি মন্দিরে কালো তিল দান করুন।

সিংহ– শনির গোচরকালে সিংহ রাশির ব্যক্তিদের ঋণ শোধ হতে পারে। মামলায় টাকা খরচ হতে পারে। শান্ত থাকতে পারলে কর্মক্ষেত্রে উন্নতি হবে।

প্রতিকার– প্রতিকার হিসাবে শনি মন্ত্র জপ করুন।

কন্যা– কন্যা রাশির বিবাহিত জীবনের উপর সামান্য প্রভাব আসতে চলেছে, নিজের জীবনসঙ্গীর প্রতি সৎ আচরণ রাখলে উন্নতি আসবে। শরীরের প্রতি যত্নশীল হোন।

প্রতিকার– প্রতিকার হিসাবে ছায়া দান করুন।

তুলা– শনিদেবের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সমস্যার বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে অলস হলে চলবে না। পরীক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন।

প্রতিকার– শনিদেবের বিষনজর থেকে বাঁচতে সবুজ মুগ ডাল দান করুন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির প্রেম মজবুত হবে, নিজের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। চাকরি পরিবর্তন হতে পারে। সঞ্চয় বাড়বে।

প্রতিকার– প্রতিকার হিসাবে হনুমান চালিশা পাঠ করুন।

ধনু– শনির গোচরকালে ধনু রাশির মানুষদের চাকরির স্থানে খুব সতর্ক থাকতে হবে। যত পরিশ্রম করবেন, তত ফল শুভ পাবেন।

প্রতিকার– শনিদেবের বিষনজর থেকে বাঁচতে শিবের উপাসনা করতে হবে।

মকর– মকর রাশির ক্ষেত্রে বন্ধুর সংখ্যা বাড়বে, রোগ বৃদ্ধি পাওয়ার ফলে একটু বিরক্ত ভাব থাকবে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।

প্রতিকার– ভাল ফল পেতে শনিবারের ব্রত রাখুন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা জমি কেনার ইচ্ছা থাকলে এগিয়ে যান। স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। বহু দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে।

প্রতিকার– শনিদেবের মন্ত্র পাঠ করুন।

মীন– মীন রাশির ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সমস্যা বাড়বে। ব্যবসায় জোর দিলে লাভবান হবেন। আলস্য় দেখালে চাকরির ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে।

প্রতিকার– পশুদের প্রতি যত্নশীল হওয়া দরকার, এ ছাড়া ছায়া দান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement