মানব জীবনে যোগিনী চক্রের প্রভাব

মানব জীবনে যোগিনী চক্রের বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়। যদি যোগিনী চক্র সামনে থাকে তবে সে দিকে না যাওয়াই ভাল।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

মানব জীবনে যোগিনী চক্রের বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়। যদি যোগিনী চক্র সামনে থাকে তবে সে দিকে না যাওয়াই ভাল।

Advertisement

যোগিনী কখনও স্থির থাকে না। তিরিশ দিনই যোগিনী আটটি দিকে চন্দ্রের সঙ্গে আবর্তিত হতে থাকে।

এখন দেখে নেওয়া যাক কত তম তিথিতে কোন দিকে না যাওয়াই ভাল—

Advertisement

৪, ১২, ১৯ এবং ২৭তম তিথিতে যোগিনী পশ্চিম দিকে অবস্থান করে।

৯, ১৬, ২৪ এবং প্রতিপদে যোগিনী পূর্ব দক্ষিণে অর্থাৎ অগ্নি কোণে অবস্থান করছে বলে বুঝতে হবে। এই তিথিগুলি কোথাও যাওয়ার জন্য শুভ ধরা হয়।

৩, ১১, ২৬ এবং ২৮তম তিথিতে যোগিনীকে দক্ষিণ দিকে পরিভ্রমণ করা উচিত।

২, ২৫, ১৭, এবং ১০ম তিথিতে দক্ষিণ এবং পশ্চিমের মধ্যে নৈঋত কোণে যোগিনী অবস্থান করে থাকে।

২৩, ৩০, ৮ এবং ১৫তম তিথিতে যোগিনী পূর্ব দিকে ভ্রমণ করে।

২০, ১৮, ১৩ এবং ৫ম তিথিতে উত্তর পশ্চিম কোণে অর্থাৎ বায়ু কোণে যোগিনীর অবস্থান লক্ষ্য করা যায়।

১৪, ২২, ২৯ এবং ৭ম তিথিতে যোগিনী উত্তর দিকে থাকে।

২১, ৬ এবং ১৪তম তিথিতে যোগিনী উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে অবস্থিত থাকে। কার্যসিদ্ধি হেতু এই প্রকার গণনার মাধ্যমে যোগিনী চক্রকে ভাল করে বুঝে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement