Birth Chart

জন্মলগ্ন অনুযায়ী কোন গ্রহ আপনার পক্ষে শুভ

জ্যোতিষ শাস্ত্রমতে ন’টি গ্রহ এবং ১২টি রাশি। রবি, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই সাতটি গ্রহ ১২টি রাশির অধিপতি। রবি সিংহ রাশি এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি। বাকি ১০ রাশির অধিপতি পাঁচ গ্রহ।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৭:৫৫
Share:

প্রতীকী চিত্র।

জ্যোতিষ শাস্ত্রমতে ন’টি গ্রহ এবং ১২টি রাশি। রবি, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই সাতটি গ্রহ ১২টি রাশির অধিপতি। রবি সিংহ রাশি এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি। বাকি ১০ রাশির অধিপতি পাঁচ গ্রহ। লগ্ন অনুযায়ী গ্রহ শুভ বা অশুভ হয়। সমস্ত গ্রহ কখনও শুভ বা অশুভ হয় না। লগ্নপতি, নবমপতি এবং পঞ্চমপতি সাধারণত শুভ ফলদাতা গ্রহ। দেখে নেওয়া যাক কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ।

Advertisement

মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শুভ ফলদাতা গ্রহ। বৃহস্পতি নবম ক্ষেত্রের অধিপতি শুভ ফলদাতা এবং রবি পঞ্চম ক্ষেত্রের অধিপতি শুভ ফলদাতা। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি শুভ ফলদাতা গ্রহ।

বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র লগ্ন অধিপতি শুভ গ্রহ। রবি চতুর্থ ক্ষেত্রের অধিপতি শুভ গ্রহ। বুধ পঞ্চম ক্ষেত্রের অধিপতি শুভ গ্রহ। শনি নবম এবং দশমপতি।

Advertisement

মিথুন লগ্নের লগ্ন অধিপতি বুধ শুভ গ্রহ। পঞ্চম ক্ষেত্রের অধিপতি শুক্র শুভ গ্রহ।

কর্কট লগ্নের অধিপতি চন্দ্র শুভ গ্রহ। পঞ্চম এবং দশম ক্ষেত্রের অধিপতি মঙ্গল শুভ গ্রহ। নবম ক্ষেত্রের অধিপতি বৃহস্পতি শুভ গ্রহ।

সিংহ লগ্নের অধিপতি গ্রহ রবি শুভ গ্রহ। চতুর্থ এবং নবম ক্ষেত্রের অধিপতি মঙ্গল শুভ গ্রহ। বৃহস্পতি পঞ্চম ক্ষেত্রের অধিপতি শুভ ফলদাতা গ্রহ।

কন্যা লগ্নের অধিপতি বুধ শুভ গ্রহ। নবম ক্ষেত্রের অধিপতি শুক্র শুভ গ্রহ।

তুলা লগ্নের লগ্ন অধিপতি শুক্র শুভ গ্রহ। পঞ্চম ক্ষেত্রের অধিপতি শনি, বুধ নবম ক্ষেত্রের অধিপতি শুভ গ্রহ।

বৃশ্চিক লগ্নের লগ্ন অধিপতি মঙ্গল শুভ গ্রহ। পঞ্চম ক্ষেত্র অধিপতি বৃহস্পতি শুভ গ্রহ। নবম ক্ষেত্র অধিপতি চন্দ্র এবং দশম ক্ষেত্র অধিপতি রবি শুভ গ্রহ।

ধনু লগ্নের লগ্ন অধিপতি বৃহস্পতি শুভ গ্রহ। পঞ্চম পতি মঙ্গল এবং নবম ক্ষেত্র অধিপতি রবি শুভ গ্রহ।

মকর লগ্নের শনি লগ্নপতি শুভ গ্রহ। শুক্র পঞ্চম ক্ষেত্র অধিপতি এবং বুধ নবম ক্ষেত্র অধিপতি শুভ গ্রহ।

কুম্ভ লগ্নের শনি লগ্নপতি শুভ গ্রহ। বুধ পঞ্চম ক্ষেত্র অধিপতি এবং নবম ক্ষেত্র অধিপতি শুক্র এবং সপ্তম পতি রবি শুভ গ্রহ।

মীন লগ্নের বৃহস্পতি লগ্নপতি শুভ গ্রহ। চন্দ্র পঞ্চম ক্ষেত্র অধিপতি এবং মঙ্গল নবম ক্ষেত্র অধিপতি শুভ গ্রহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন