Lonesome Zodiac Signs

হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখেন, চেনা ভিড়ের মাঝেও নিজেকে একা খুঁজে পান, যে পাঁচ রাশির ব্যক্তিরা বড্ড একা

শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচ রাশি বহু মানুষের মাঝেও নিজেকে একা মনে করেন। সেটা নিয়ে এঁরা কারও সঙ্গে মন খুলে কথাও বলে উঠতে পারেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:২০
Share:

—প্রতীকী ছবি।

আমাদের আশপাশের প্রতিটি মানুষের জীবনেই নানা কষ্ট, অশান্তির কারণ রয়েছে। কিন্তু তাই বলে যে সকলে সর্বদা মুখে বিষাদের ছায়া নিয়ে ঘুরে বেড়ান তা কিন্তু নয়। কার মনে কী চলছে সেটা তাঁর মুখ দেখে বেশির ভাগ ক্ষেত্রেই বুঝতে পারা যায় না। যে মানুষ সারা ক্ষণ হাসিঠাট্টা করে চলেন, তাঁর মনেই হয়তো এমন কোনও দুঃখ রয়েছে যা তিনি চেয়েও প্রকাশ করতে পারেন না। কেউ হয়তো ভিড়ের মাঝেও একাকিত্বে ভোগেন। এমনই কিছু মানুষের কথা জ্যোতিষশাস্ত্রেও বলা রয়েছে। শাস্ত্রমতে, রাশিচক্রের পাঁচ রাশি বহু মানুষের মাঝেও নিজেকে একা মনে করেন। সেটা নিয়ে এঁরা কারও সঙ্গে মন খুলে কথাও বলে উঠতে পারেন না। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা একাকিত্বে ভোগেন?

কন্যা: কাছের মানুষের জন্য সাধ্যের বাইরে গিয়ে কাজ করতেও পিছপা হন না কন্যা রাশির জাতক-জাতিকারা। কিন্তু সেই কাজের যোগ্য মূল্য এঁরা পান না। ফলত হীনম্মন্যতায় ভোগেন। কন্যার জাতক-জাতিকাদের বাড়তি চিন্তা ও নিজেকে দোষারোপ করে চলার স্বভাব এঁদের আবেগগত দিক দিয়ে আরও ক্লান্ত করে তোলে। চেনা মানুষের ভিড়েও এঁরা একাকিত্ব বোধ করেন।

Advertisement

বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা সহমর্মী প্রকৃতির হন। এঁরা কাছের মানুষকে আদর-যত্নে ভরিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু বদলে সেই পরিমাণ ভালবাসা পান না। বৃশ্চিক জাতক-জাতিকাদের অপরকে বিশ্বাস না করতে পারা ও মনের কথা স্পষ্ট ভাবে বলতে না পারার স্বভাব এঁদের কাছের মানুষের থেকে দূরে সরিয়ে দেয়। তাই একাকিত্ব কখনও এঁদের পিছু ছাড়ে না।

মকর: মকর রাশির ব্যক্তিরা নিজেদের আবেগগত চাহিদা অপরের কাছে মেলে ধরতে ভয় পান। পাছে তাঁদের কেউ দুর্বল ভাবেন সেই ভাবনা এঁদের কুরে কুরে খায়। তাই চেয়েও এঁরা সব কিছু ভুলে অপরের সঙ্গে খোলা মনে মিশতে পারেন না। কিন্তু এর ফলে ক্ষতি এঁদের নিজেরই হয়। সকলের ভিড়েও এঁরা নিজেদের একা মনে করেন। ভাবনার বাঁধন ভেঙে এঁরা অপরের সঙ্গে মিশতে পারেন না।

কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ জাতক-জাতিকারা নিজেদের মানসিকতার জন্য একাকিত্বে ভোগেন। এঁরা কারও সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারেন না। সম্পর্কের বাঁধন থেকে নিজেদের সর্বদা দূরে রাখতে পছন্দ করেন। মনে মনে এঁরা অপরের সঙ্গে গভীর সংযোগ স্থাপনের ইচ্ছা নিয়ে চললেও, সেটা প্রকাশ করতে পারেন না। ফলত কাছের মানুষেরা এঁদের ভুল বুঝে দূরে সরে যান।

মীন: মীন রাশির ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল হন। অপরের দরকারে এঁরা সর্বদা পাশে থাকেন। কিন্তু নিজের প্রয়োজন মুখ ফুটে বলে উঠতে পারেন না। সেই কারণে কাউকে পাশেও পান না। মনের কথা মুখে না আনতে পারার স্বভাবের জন্য এঁরা কাছের মানুষদের থেকে দূরে সরে যান। নিজেকে ভাবনার জগতে বন্দি করে একাকিত্বের সাগরে ডুব দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement