শারীরিক গঠন অনুযায়ী মেয়েদের স্বভাব, চরিত্র কেমন হয়

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেয়েদের শারীরিক গঠন দেখে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। দেখে নেওয়া যাক শারীরিক গঠন অনুযায়ী মেয়েদের চরিত্র কেমন হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ০৮:৩৯
Share:

প্রতীকী চিত্র।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেয়েদের শারীরিক গঠন দেখে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। দেখে নেওয়া যাক শারীরিক গঠন অনুযায়ী মেয়েদের চরিত্র কেমন হয়।

Advertisement

১) কম উচ্চতার মেয়েরা বর্তমান নিয়ে বশি মাথা ঘামান।

২) শক্ত সমর্থ অথচ কম উচ্চতার মেয়েরা প্রকৃতই যোদ্ধা হন। এঁরা সব সময় খেয়াল রাখেন এঁদের অধিকার খর্ব হল কি না। যদি আঁতে ঘা লাগে তা হলে আর রক্ষে নেই।

Advertisement

৩) যাঁদের মুখ গোলাকার হয় তাঁরা ঝগড়া করার চেয়ে বন্ধুত্ব করতে বেশি পছন্দ করেন। তবে এঁদের বোকা বানিয়ে কাজ হাসিল করা খুব সহজ।

৪) রোগা ও কম উচ্চতার মেয়েদের পলায়ন প্রবৃত্তি থাকে। সমস্যা দেখলেই এঁরা পিছিয়ে যান।

৫) যাঁদের শরীরের গড়ন হালকা হয়, তাঁদের অনুভূতি খুব প্রবল হয়। বুদ্ধি বা কথার দ্বারা কাজ উদ্ধার করার প্রবণতা বেশি থাকে। অন্যের চেয়ে বেশি যোগ্য সেই ব্যাপারটা বেশি বোঝাতে চান।

৬) মুখশ্রী যদি একটু চৌকো ধরনের হয়, তা হলে তাঁর মধ্যে অসম্ভব বাস্তববুদ্ধি এবং দৃঢ়চেতা ভাব থাকে।

৭) লম্বাটে মুখের মেয়েরা ততটা আমুদে হন না। সব ব্যাপারে খুঁতখুঁতে হন এঁরা।

৮) যদি কারও মাথা লম্বা হয় তিনি অতিরিক্ত বুদ্ধিমান হন। এঁদের বোকা বানানো খুব কঠিন। দেখে যতটা বুদ্ধিমান মনে হয় তার চেয়েও বেশি বুদ্ধিমান হন এঁরা।

৯) যদি শরীরের গড়ন মোটাসোটা হয় তা হলে এঁরা শান্ত প্রকৃতির হন। নিজের সম্পর্কে বেশি খুঁতখুঁতে হন না। দু’মিনিটেই মানুষের সঙ্গে ভাব জমিয়ে নেন। রসিকতা করে হেসে খেলে জীবন কাটিয়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন