১, ১০ এবং ১৯ তারিখ জন্মানো মানুষের স্বভাব ও প্রকৃতি

কিন্তু এই আবিষ্কারের আরও আগে মানুষ আবিষ্কার করেছে সংখ্যা। তারা দেখেছে সংখ্যার উপর প্রতিটি মানুষের জীবনের শুভাশুভ নির্ভরশীল। এ যুগেও আমরা সংখ্যা ছাড়া একটা পা-ও চলতে পারি না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share:

ভাগ্যকেই মানুষ বহু যুগ ধরে স্বীকার করে আসছে। এই ভাগ্যের উৎস সন্ধান করতে গিয়ে মানুষ আবিষ্কার করেছে জ্যোরতিষশাস্ত্র ও হস্তরেখা বিজ্ঞান। কিন্তু এই আবিষ্কারের আরও আগে মানুষ আবিষ্কার করেছে সংখ্যা। তারা দেখেছে সংখ্যার উপর প্রতিটি মানুষের জীবনের শুভাশুভ নির্ভরশীল। এ যুগেও আমরা সংখ্যা ছাড়া একটা পা-ও চলতে পারি না। আজ ‘১’ এই সংখ্যার গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক:
যাদের জন্মতারিখ ১, ১০, ১৯, তারা ১ সংখ্যার জাত।
‘১’ একটি বিশিষ্ট সংখ্যা।
‘১’ সংখ্যা রবির প্রতীক। এই সংখ্যায় জাত ব্যযক্তি রবির গুণাগুণ লাভ করে।
'১' অত্যযন্ত স্বাধীনচেতা হয়। সহজে কোথাও মাথা নত করে না।

Advertisement

আরও পড়ুন: বাড়িতে এই তিনটি গাছ লাগিয়ে দেখুন, কী ভাবে নানা সমস্যা থেকে মুক্তি পাবেন

Advertisement

'১' সর্বদা নিজেদের নিয়ে ভাবে। অন্যদের কথা শোনার ব্যানপারে তীব্র অনীহা থাকে।
'১'-এর মধ্যে শাসন করার ক্ষমতা থাকে। শত্রুকে আগে থেকে আঘাত করতে জানে।
'১' একরোখা, সহজে রেগে ওঠে। অনেক সময়ে পরে ভুল বুঝতে পারে।
'১'-এর শারীরিক শক্তি ও মানসিক শক্তি প্রবল।
'১' যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না।
'১' কারও কাছে মাথা নত করে না। কৌশলের দ্বারা সব কাজে সাফল্য লাভ করতে চায়।
'১'-এর আত্মমর্যাদা জ্ঞান ও দায়িত্ব বোধ প্রবল।
'১' কারও অধীনতা স্বীকার করে না। এরা ভুল থেকে কম শিক্ষা নেয়।
'১' সংখ্যার জাতক সাংসারিক জীবনে স্নেহপ্রবণ। কিন্তু বিবাহিত জীবনে সুখী কম হয়। বিপরীত লিঙ্গকে খুব সহজে আকর্ষণ করে।
শুভ সংখ্যা ২ ৩ ৯। অশুভ সংখ্যা ৪ ৬ ৮। শুভ রত্ন চুনী। শুভ দিক পূর্ব। শুভ রং কমলা।
‘১’ সংখ্যায় জাত কয়েক জন বিখ্যাত ব্যনক্তি- আলেকজান্ডার, ইন্দিরা গাঁধী, বিসমার্ক, আলেকজান্ডার ডুমা, রেখা, ছত্রপতি শিবাজী ইত্যা দি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন