সিংহ রাশি ও লগ্নের ব্যক্তিদের আত্মীয়স্বজন কেমন হয়

নেওয়া যাক সিংহ রাশি ও লগ্নের জাতক-জাতিকার আত্মীয় ভাগ্য শুভ না অশুভ

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

একাদশ স্থান থেকে বড় দাদা বা দিদির বিচার হয়। তৃতীয় ভাব থেকে বিচার হয় ছোট ভাই বা বোনের। নবম ভাব থেকে বিচার হয় বাবার বড় ভাইয়ের। ষষ্ঠ ভাব থেকে মাতুলের বিচার হয়। আবার দ্বাদশ ভাব থেকে বিচার হয় কাকার। মায়ের বড় ভাই ও বোনের বিচার হয় দ্বিতীয় ভাব থেকে এবং ছোট ভাই বা বোনের বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। ঠাকুরদাদার বিচার হয় সপ্তম ভাব থেকে, আবার ঠাকুমার বিচার হয় লগ্ন থেকে। (যেহেতু দশম ভাব থেকে পিতা ও চতুর্থভাব থেকে মাতার বিচার হয়।)

Advertisement

এখন দেখে নেওয়া যাক সিংহ রাশি ও লগ্নের জাতক-জাতিকার আত্মীয় ভাগ্য শুভ না অশুভ:

সিংহ রাশি, লগ্নের জাতক বা জাতিকাদের আত্মীয়স্বজনের স্থান মধ্যম শুভ। আত্মীয়রা সাধারণত জাতক অপেক্ষা বুদ্ধিমান এবং সুযোগসন্ধানীও হয়ে থাকে। জাতচক্রে রাহু, কেতুর অবস্থান শুভ না হলে আত্মীয় দ্বারা আর্থিক, মানসিক ও শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। সিংহ রাশি, লগ্নের দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে অশুভ গ্রহের প্রভাব থাকবে এবং লগ্ন বা রাশিপতি দুর্বল হলে আত্মীয়রা শত্রুর মতো আচরণ করে। নিজ পরিবারের আত্মীয়স্বজন এবং মাতুল পরিবারের আত্মীয়দের থেকে সহযোগিতা পাওয়ার আশা কম। বড় ভাই বা বোন এবং ছোট ভাই বা বোনের সঙ্গে মধ্যম মানের সম্পর্ক থাকবে। জাতক পরোপকারী ও আবেগপ্রবণ হওয়ায় সহজেই আত্মীয়রা নিজের স্বার্থে জাতককে ব্যবহার করতে পারে।

Advertisement

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের জন্য কোন কোন রাশি দায়ী জেনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন