স্রেফ বাড়ির রং পাল্টালেই হতে পারে ভাগ্যে শুভ পরিবর্তন

দেখে নেওয়া যাক বসতবাড়ির বাইরের দেওয়ালে কোন রং কী রকম প্রভাব ফেলে

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০০:০০
Share:

বসতবাড়ির বাইরের দেওয়ালের রং যদি সঠিক না হয়, তা হলে জীবনে সুখ থাকে না। যখন আমাদের চারপাশের রংগুলোকে যথাযথ ভাবে এবং অন্য রঙের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে স্থাপন করা হয় তখন সেগুলো সুখী ও আশীর্বাদপূর্ণ শক্তি নিঃসরণ করে জীবনে সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনতে পারে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক বসতবাড়ির বাইরের দেওয়ালে কোন রং কী রকম প্রভাব ফেলে:

গোলাপী: হালকা গোলাপী বা গোলাপী আভা যুক্ত রং বসবাসকারীদের প্রেমভাব, স্বচ্ছ অনুভূতি, মানসিক আনন্দ, প্রেমাবেগ সৃষ্টি করে।

Advertisement

হলুদ: হলুদ বা সোনালী আভার রং শক্তির সঞ্চারক। মানসিক শক্তি বাড়িয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা বাড়ায়। শ্রীবৃদ্ধি কারক বলেও মনে করা হয় এই রংকে।

সবুজ: প্রশান্তি, আশাবাদী, স্বচ্ছ মানসিকতা, শীতল অনুভূতির সৃষ্টি হবে যদি বাড়ির বাইরের রং হয় সবুজ।

আরও পড়ুন: পায়ের আঙুল দেখে সঙ্গীর গুপ্ত চরিত্র জানুন

নীল: নীলাভ রং বা আকাশি রং পরিবারে আশা-উন্নতির প্রকাশক। তবে কালচে নীল রং এড়িয়ে চলতে হবে।

বাদামী: এই রং পরিবারের নিদারুণ অনুভূতি, প্রতিষ্ঠা, জীবনে বিপত্তির মধ্য দিয়েও এগিয়ে চলার মানসিকতা তৈরি করে।

ধূসর ও কালো: ধূসর ও কালো রং বাড়িতে একেবারেই উচিত নয়। এতে ঋণাত্মক প্রভাব সঞ্চারিত হয়। পরিবারে অবনতি, নিরাশা, সন্তাপ ও মানসিক অবসাদের সৃষ্টি হয়।

লাল: লাল রংকে উত্তপ্ত বলা হয়। বাড়িতে লাল রং করা উচিত নয়। এতে বাড়ির বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও উদ্দীপনার সৃষ্টি হয়। হিংসা-ক্রোধ-কলহ দেখা যায়। কারও কারও মতে বাড়িতে অগ্নিভয় বা অনিষ্ট ঘটে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement