রাশি অনুযায়ী কে কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন (প্রথম অংশ)

কে কতটা পরিষ্কার ও পরিপাটি বা অপরিচ্ছন্ন থাকে তা গড়ে ওঠে তার পারিবারিক ধারা ও সামাজিক প্রভাব ও অর্জিত শিক্ষা। এ ছাড়া আর একটি জিনিস তাকে গড়ে তুলতে সাহায্য করে থাকে তা হল তার রাশি চরিত্র। এই রাশি চরিত্র আসে তার জন্মরাশি (চন্দ্র কোন চিহ্নে অবস্থান করছে), রবির রাশি থেকে এবং তার জন্মলগ্ন থেকে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ০০:০৫
Share:

কে কতটা পরিষ্কার ও পরিপাটি বা অপরিচ্ছন্ন থাকে তা গড়ে ওঠে তার পারিবারিক ধারা ও সামাজিক প্রভাব ও অর্জিত শিক্ষা। এ ছাড়া আর একটি জিনিস তাকে গড়ে তুলতে সাহায্য করে থাকে তা হল তার রাশি চরিত্র। এই রাশি চরিত্র আসে তার জন্মরাশি (চন্দ্র কোন চিহ্নে অবস্থান করছে), রবির রাশি থেকে এবং তার জন্মলগ্ন থেকে।

Advertisement

এ বার কে কতটা পরিষ্কার বা অপরিষ্কার তার রাশি, লগ্ন ও রবির রাশি অনুযায়ী জানার চেষ্টা করব:

মেষ: প্রতি দিনের জীবনে মেষের জাতক/জাতিকারা অন্যদের তুলনায় নিজেদের বেশি কর্মব্যস্ত মনে করে এবং নিজেদের কেরিয়ারকে সবার উপরে গুরুত্ব দিয়ে থাকে। তাই ঘর বা গৃহ সে ভাবে পরিষ্কার রাখতে পারে না। তাদের বাথরুম, কিচেন, শোবার ঘর বেশ অপরিষ্কার ও অগোছালো। এর জন্য তারা কিন্তু বিন্দুমাত্র চিন্তিত নয়।

Advertisement

বৃষ: বৃষ আবার খুব আরামদায়ক ও সুখী রাশি। তারা বিশ্বাস করে একটা গৃহই স্বর্গ হতে পারে যদি তাকে ঠিকমতো পরিপাটি করে সাজানো গোছানো যায়। মনোগত দিক থেকে বৃষের জাতক/জাতিকারা যদি দেখে রান্নাঘরে অসংখ্য বাসনপত্র অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে, শোবার ঘর বা বাথরুম সে ভাবে পরিষ্কার করা হয়নি, তবে তাদের সেই রাত্রে ঘুমই হবে না।

মিথুন: মিথুনের জাতক/জাতিকারা আবার মনের দিক থেকে যে কোনও স্থানে বা নতুন জায়গায় নিজেদের সহজে মানিয়ে চলতে পারে। যে কোনও পরিবেশে নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারে। তাই এরা পরিষ্কারের ব্যাপারে কখনওই চিন্তিত নয়। দাম্পত্য জীবনে এরা পরস্পর পরস্পরকে গৃহস্থালির কাজে ভীষণ সাহায্য করে থাকে, এমনকি রান্নাবান্নার মতো কাজেও।

আরও পড়ুন: যে কোনও শনিবার বা একাদশীতে পাপোসের নীচে এই জিনিসটি রাখুন, ফলাফল চমকে দেবে

কর্কট: আপনি যদি দাম্পত্য জীবনে এমন স্বামী বা স্ত্রী পেলেন যার রাশি কর্কট, তা হলে বলতেই হচ্ছে এই পরিষ্কার বা পরিপাটির ব্যাপারে আপনি বিশেষ ভাগ্যবান। এই কর্কটের মানুষেরা জানে গৃহ বা ঘরকে কী ভাবে লক্ষ্মীশ্রী করে তুলতে হয়। এরা গৃহকে সুস্থ ও পরিপাটি রাখাটাকে ভক্তি ভরে করে থাকে।

কন্যা: রাশিচক্রে যে কোনও চিহ্নের চেয়ে কন্যার জাতক/জাতিকা বেশি করে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামে থাকতে চায় এ নিয়ে কোনও দ্বিমত নেই। অথচ প্রকৃতিগত দিক থেকে কন্যার জাতক/জাতিকারা ঘরবাড়ি পরিষ্কারের দিকে বেশ কুঁড়ে, অলস এবং কঠোর পরিশ্রমবিমুখ, তাই তারা খুঁজে নেয় এমন এক জনকে যে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজটি করে দেবে একদম পরিপাটি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement