Jupiter

বৃহস্পতি কুপিত হলে কী হয় এবং তার প্রতিকার

বৃহস্পতির ক্ষেত্র নীচস্থ ও অপ্রশস্ত হলে জাতক হয় সংকীর্ণচিত্ত ও সন্দেহবাতিক। তার মন সর্বদা থাকে অন্যায় উপার্জনের দিকে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

বৃহস্পতির ক্ষেত্র নীচস্থ ও অপ্রশস্ত হলে জাতক হয় সংকীর্ণচিত্ত ও সন্দেহবাতিক। তার মন সর্বদা থাকে অন্যায় উপার্জনের দিকে। জাতকের অনেক অসৎ বন্ধু জোটে এবং সে সৎ বন্ধুদের সঙ্গে মিশতে মোটেই ভালবাসে না। জাতকের জীবনে এর ফলে নানা বিড়ম্বনা ও প্রচুর দুর্ভোগ ও দুঃখ আসতে পারে। এমনকি নীচস্থ বৃহস্পতি নিধন কারকও হয়। অন্যায় পথে গিয়ে তাকে মৃত্যুর সামনেও পড়তে হয়।

Advertisement

দেখে নেওয়া যাক কী ভাবে এই গ্রহদোষ নিবারণ করা যায়-

১। ব্রহ্মার উপাসনা করতে হবে। গরুড় পুরাণ পাঠ করতে হবে।

Advertisement

২। গুরুবারে ব্রত পালন করতে হবে। সাধুদের আশীর্বাদ নিতে হবে।

৩। মাথায় কেশরের তিলক লাগাতে হবে। কেশর খেতে হবে অথবা নাভিতে লাগাতে হবে।

৪। কোনও কাজ শুরু করার আগে নাক ভাল করে পরিষ্কার করে নিতে হবে।

৫। অশ্বত্থের শিকড়ে জল ঢালতে হবে।

৬। ছোলার ডাল দান করতে হবে।

৭। হলুদ পোখরাজ সোনার আংটিতে লাগিয়ে তর্জনীতে ধারণ করতে হবে।

মন্ত্র- ওঁ হ্রীং ক্লীং হুং বৃহস্পতয়ে। জপ সংখ্যা ১৯ হাজার বার।

গায়ত্রী- ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহিঃ তণ্ণঃ জীবঃ প্রচোদয়াৎ।

আরও পড়ুন: নখের চন্দ্রমার আকার ও তার ফলাফল

প্রণাম- ওঁ দেবতানাং ঋষিণাঞ্চ গুরুং কনকসণ্ণিভম্। বন্দ্যভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্।।

ইষ্টদেবতা- তারা।

ধারণরত্ন- পোখরাজ।

ধূপ- দশাঙ্গ।

বার- বৃহস্পতিবার।

প্রশস্ত সময়- বেলা ১২টা পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement