কেমন যাবে নভেম্বর ২০১৭

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

মেষ: মনে একটা ভয় ভাব কাজ করবে সারা ক্ষণ। যে কোনও ভাবেই অর্থের সমাগম। প্রিয় জনের কষ্টে থাকার কথা শুনে মানসিক যন্ত্রণা। ব্যবসা নিয়ে নতুন চিন্তাভাবনা।

Advertisement

বৃষ: মুখের ভিতর কোনও সংক্রমণ হতে পারে। সেই চিকিত্সায় প্রচুর অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। কর্মস্থানে প্রবীণদের সাহায্যে সমস্যার সমাধান। বন্ধুদের সঙ্গে বুঝে ব্যবহার করা উচিত। অশান্তি বাধতে পারে। অবিশ্বাসের পাত্র হতে পারেন।

Advertisement

মিথুন: মনোকষ্টে ভোগার সম্ভাবনা। নতুন কোনও কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায় আয় বাড়বে। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা। জীবজন্তু থেকে সাবধান।

কর্কট: বিষণ্ণ ভাব বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার কর্মস্থানে বাড়াতে পারে বিবাদ। কর্মস্থলে ভুলের যোগ রয়েছে। ভোগবিলাসে খরচ বাড়বে।

সিংহ: তর্ক এড়িয়ে চলতে হবে। পাওনা আদায় হতে পারে। পড়াশোনার জন্য ভাল সময়। কাজের চাপ বাড়তে পারে। ছোটখাটো ঘটনায় রক্তপাত। এ সময়টা একটু খারাপ যাবে।

কন্যা: পেটের সমস্যা বৃদ্ধি। কাজের প্রতি অনিহা আসতে পারে। ব্যবসায় শত্রু বৃদ্ধি। আয় ভাল হবে। কোনও অতিথির জন্য চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধি।

তুলা: আত্মীয় সংক্রান্ত বিষয়ে বাজে খবর আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের সুনাম বাড়তে পারে। বাড়ির লোকের সঙ্গে কোনও আলোচনা আপনাকে বাড়তি লাভ দিতে পারে।

বৃশ্চিক: ব্যবসার দিকে ভাল ফল পাবেন। প্রতিবেশীদের কাছে কিছু বদনাম ছড়াতে পারে। কর্মস্থানে নতুন কিছু প্রাপ্তি হতে পারে। পড়াশোনাতে মনোযোগ বাড়বে।

ধনু: অতিরিক্ত লোভের কারণে বিপদ আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার। কোনও অপর ব্যক্তিকে নিয়ে পরিবারে বিবাদ।

মকর: বছরের এই সময় লেখকদের জন্য ভাল সময়। বাড়িতে আনন্দ উপভোগ করবেন। গবেষণাতে সাফল্য মিলতে পারে। অধিক উদারতার জন্য কর্মে ব্যাঘাত। শত্রুর উৎপাত বৃদ্ধি।

কুম্ভ: ব্যবসায় খুব ভাল লাভ দেখতে পাবেন। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়ার কথাবার্তা শুরু হতে পারে।

মীন: কোনও বীরত্ব প্রকাশ করতে গিয়ে বিপদ আসতে পারে। ব্যবসার দিকে খুব ভাল সাফল্য আসতে পারে। তবে কোনও কারণে আর্থিক ক্ষতিও হতে পারে। শত্রুর থেকে একটু সাবধান থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement