কোন যোগে মানুষকে অভাব ভোগ করতে হয় জানেন

দারিদ্র যোগ কেবল মাত্র অর্থনৈতিক দারিদ্রতা নয়। দারিদ্রযোগ এমন একটি যোগ, যা বিদ্যাকে নষ্ট করে, প্রেম ভালবাসা নষ্ট করে, সংসারে অশান্তি, মানসিক আঘাত, এমনকি সন্তানদের ওপরেও তার প্রভাব দেখা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

দারিদ্র যোগ কেবল মাত্র অর্থনৈতিক দারিদ্রতা নয়। দারিদ্রযোগ এমন একটি যোগ, যা বিদ্যাকে নষ্ট করে, প্রেম ভালবাসা নষ্ট করে, সংসারে অশান্তি, মানসিক আঘাত, এমনকি সন্তানদের ওপরেও তার প্রভাব দেখা যায়।

Advertisement

• বুধের ক্ষেত্র অপ্রশস্ত, কাটাকাটিযুক্ত, তিলযুক্ত হলে অন্যায়ের পথে সাময়িক উন্নতি হলেও শেষ পর্যন্ত তাকে দারিদ্রতার মুখে পড়তে হয়।

• মঙ্গল অশুভ কাটাকাটি যুক্ত হলে বা তিল থাকলে কর্মে অসাফল্য, ব্যবসায় ক্ষতি, জমিজমা ও গৃহ প্রভৃতি না থাকতে পারে। জীবনের পদে পদে অশান্তি লেগে থাকে।

Advertisement

• রবির ক্ষেত্রে হাত যদি সুডৌল বা উন্নত হয়, রবিরেখা স্পষ্ট ও গভীর হয় তবে তা খুব অশুভ ফল দেয়। কিরোর মতে যার হাতে রবিরেখা নেই তার জীবন অন্ধকারময়। অর্থাৎ তার দরিদ্র যোগ থাকবেই।

• শনির শিখাস্থানে যদি মধ্যমার মুল থেকে কোনও রেখা এসে শনির শিখাকে দ্বিগুণ করে, তবে সেই ব্যক্তি অতি সযত্নে থেকেও দারিদ্রতাকে বাদ দিতে পারবে না।

আরও পড়ুন: ১২টি রাশির উপর রবির প্রভাব

• মহিলাদের মধ্যমার প্রথম সন্ধিস্থান থেকে যদি ৫, ৬, ৭, ৮টি রেখা নির্গত হয়ে দ্বিতীয় সন্ধিস্থান অবধি উত্থিত থাকে, তবে তারা দারিদ্র ও দুর্ভাগ্য যুক্ত হবে।

• রবির শিখাস্থানে রেখাপুঞ্জ অখণ্ড ও ছিন্নভিন্ন, বহুধা বিস্তির্ণ ও কুব্জাকার বিশিষ্ট হয় এবং রেখা যদি অনামিকার সন্ধিস্থান থেকে উৎপন্ন হয়ে আয়ুরেখা অবধি সঞ্চারিত হয়, তা হলে জাতক বা জাতিকাকে অতি দরিদ্র, সম্বলশূন্য হতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন