Bijaya Dashami Ritual

দশমী মানেই মাকে বিদায় জানানোর পালা, বরণের ক্ষেত্রে কী নিয়ম মেনে চলবেন? বরণডালায় কী রাখা আবশ্যিক

নিয়ম অনুসারে দশমী হল মাকে বিদায় জানানোর তিথি। মা এবং তাঁর সন্তান-সহ বাহনদের এই দিন বরণ করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে মাকে বরণ করার সময় বরণডালায় নির্দিষ্ট কিছু বস্তু রাখা উচিত।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৭:২৬
Share:

—প্রতীকী ছবি।

দশমী মানেই বিষাদের সুর। আবারও মায়ের আগমনীর দিনগোনা। পঞ্চমীর দিন থেকে নবমী পর্যন্ত মায়ের ছায়ায় থাকার পর দশমীর দিন মাকে বিদায় জানানোর পালা। পুজোর দিনগুলো মজা করা কাটানোর পর মনে হয় দশমী যেন খুব তাড়াতাড়ি চলে এল। কিন্তু নিয়মের বাইরে আমরা কেউই যেতে পারব না। নিয়ম অনুসারে দশমী হল মাকে বিদায় জানানোর তিথি। মা এবং তাঁর সন্তান-সহ বাহনদের এই দিন বরণ করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে মাকে বরণ করার সময় বরণডালায় নির্দিষ্ট কিছু বস্তু রাখা উচিত। এরই সঙ্গে সঠিক নিয়মে যদি মাকে বরণ করে নেওয়া হয়, তা হলে সংসারে মঙ্গল হয়। সারা বছর মায়ের কৃপা লাভ করা যায়।

Advertisement

মায়ের বরণডালায় কী কী রাখতে হয়?

সিঁদুর, গোটা দুটো পান, সুপারি, ধান, ফুল, দূর্বা, পানের খিলি, মিষ্টি এবং জল মায়ের বরণডালায় রাখা আবশ্যিক। এরই সঙ্গে প্রদীপও রাখা যেতে পারে।

Advertisement

বরণ করার নিয়ম:

মাকে বরণ করার সময় মায়ের সিঁথিতে এবং শাঁখায় সিঁদুর দিতে হবে। দু’হাতে দুটো পান মায়ের মুখে ছুঁইয়ে দিতে হবে। মনে করা হয়, দেবী দুর্গাকে মায়ের রূপে বরণ করলে তাঁর পায়ে এবং কন্যা রূপে বরণ করলে তাঁর মাথায় ধান-দূর্বা দিতে হবে। তার পর মাকে মিষ্টিমুখ করাতে হবে এবং জল খাওয়াতে হবে। সব শেষে খিলি করা পানটা মায়ের হাতে নিবেদন করতে হবে।

বরণ করার সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন আপনার পোশাকের কোনও অংশ বা আপনার চুল কোনও ভাবে মাকে স্পর্শ না করে। এ ছাড়া বরণ করার তিন দিন পর বরণডালার পান বা আরও অন্যান্য বস্তু জলে ভাসিয়ে দিয়ে বরণডালা ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। দিনের দিন বরণডালা পরিষ্কার করে ফেলা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement