জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (পঞ্চম অংশ)

গত জন্মে আপনি বাগ্মী ছিলেন। সব কিছুকে খুব সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারতেন। আপনার কথা লোকে মুগ্ধ হয়ে শুনতো। আপনি যে কোনও পরিকল্পনাকে সুন্দর ভাবে কার্যকর করতে পারতেন।

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

১১ মার্চ থেকে ৩১ মার্চ, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর, ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর:

Advertisement

পূর্ব জন্ম: গত জন্মে আপনি বাগ্মী ছিলেন। সব কিছুকে খুব সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারতেন। আপনার কথা লোকে মুগ্ধ হয়ে শুনতো। আপনি যে কোনও পরিকল্পনাকে সুন্দর ভাবে কার্যকর করতে পারতেন। মহিলাদের ব্যাপারে আপনার ভীষণ দুর্বলতা ছিল। আপনি ছিলেন কামপ্রবণ। তবে প্রেমে যে অভিজ্ঞতা আপনি লাভ করেছেন, তা মোটেই সুখকর নয়, কারণ সেখানে আপনি যত না পেয়েছেন তার থেকে অনেক বেশি আপনাকে দিতে হয়েছে। প্রেমে প্রতি ক্ষেত্রেই এই ভাবে দেউলিয়া হতে থাকার ফলে গত জন্মে নারীদের প্রতি এক ধরনের ঘৃণার মনোভাব তৈরি হয়েছিল।

বর্তমান জন্ম: এই জন্মেও আপনার মধ্যে বাকচাতুর্য প্রবল ভাবে বিদ্যমান। যদিও এই জন্মে আপনি খুব দৃঢ় সম্পর্কে প্রবল ভাবে বিশ্বাসী। আপনি দুর্বল মানসিকতার মানুষকে মোটেই সহ্য করতে পারেন না। যে কোনও বন্ধুত্বের ক্ষেত্রে প্রয়োজনে আপনি সর্বস্ব বিলিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যতটা কারও কাছে গেলেন, তাঁরা কিন্তু ততটা সাড়া দিল না।

Advertisement

বলা বাহুল্য, আপনি এই জন্মে প্রেম ও ভালবাসার ক্ষেত্রে খুব বেশি সন্দিগ্ধমনা ও ঈর্ষাপ্রবণ মনের অধিকারী।

২৮ মে থেকে ১৮ জুন, ২৮ সেপ্টম্বর থেকে ২ অক্টোবর:

পূর্ব জন্ম: গত জন্মে একদিকে আপনি অ্যাডভেঞ্চারপ্রিয় ছিলেন, অন্য দিকে ছিলেন কোমল হৃদয়ের। আপনার কাছে জীবন মানে অজানাকে আবিষ্কার করা। আপনর যেমন ছিল সাংঘাতিক কৌতুহলপ্রবণতা, সেই সঙ্গে তেমন ছিল তীব্র কল্পনাপ্রবণ মন। আপনার প্রকৃতি ছিল অদ্ভুত। আপনি চেয়েছিলেন অনেক বিদেশি ভাষায় পারদর্শী হতে। বিদেশের অনেক স্থানে আপনি পরিভ্রমণ করেছিলেন।

আরও পড়ুন: জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (চতুর্থ অংশ)

বর্তমান জন্ম: এই জন্মে আপনি বিশেষ ভাবে নানা বিষয়ে আগ্রহী ও স্বাধীনচেতা। এই জন্মেও আপনি নতুন কিছু করতে বা নতুন কিছু আবিষ্কার করতে পারলে খুশি হন।

আর প্রেমের আঙিনায় আপনি আজও অপেক্ষা করে আছেন কবে আপনার আত্মার সঙ্গী আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন