Birth Chart

ব্যবসায় বিপুল উন্নতি চান? জন্মছকে গ্রহের অবস্থান এ রকম আছে তো?

জন্মছকের সপ্তমে বুধ থাকলে জানতে হবে অংশিদারী ব্যবসায় উন্নতি। এ ক্ষেত্রে ব্যবসায় অংশিদার কতটা ভাগ্যবান সেটাও দেখতে হবে।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ০৮:২১
Share:

ব্যবসায় উন্নতি করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে, জন্মছকে ব্যবসার যোগ আছে কি না।

ব্যবসা করুন বা চাকরি, উন্নতির উচ্চ শিখর পৌঁছতে সকলেই চান। ব্যবসায় উন্নতি করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে, জন্মছকে ব্যবসার যোগ আছে কি না। যদি ব্যবসার যোগ থাকে তা হলে আপনি ভাল ব্যবসায়ী হতেই পারেন। কিন্তু আপনি খুব বড় ব্যবসায়ী হবেন না ক্ষুদ্র, সেটা নির্ভর করছে আপনার ওপর। উদ্যম ও প্রচেষ্টা তো আছেই, তার সঙ্গে প্রয়োজন জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচার। কোন ব্যবসা আপনার পক্ষে শুভ, তার সঠিক বিচার করে তার পরই সিদ্ধান্ত নিন যে আপনি কোন ব্যবসা করবেন।

Advertisement

তার পর দেখতে হবে জন্মছকে একক ব্যবসা আছে না অংশিদারী ব্যবসা। জন্মছকের সপ্তমে বুধ থাকলে জানতে হবে অংশিদারী ব্যবসায় উন্নতি। এ ক্ষেত্রে ব্যবসায় অংশিদার কতটা ভাগ্যবান সেটাও দেখতে হবে। তবে ব্যবসায় উন্নতি বা শ্রীবৃদ্ধি করতে গেলে দেখতে হবে আপনার জন্মছকে সপ্তমে কী কী গ্রহের অবস্থান আছে।

• মঙ্গল যদি সপ্তমভাবস্থ হয় তা হলে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে কখনও উন্নতি আবার কখনও দুঃখজনক পরিস্থিতি ঘটতে পারে।

Advertisement

• যদি শুক্র সপ্তমভাবস্থ হয়, তা হলে আপনার ব্যবসা খুব জনপ্রিয় এবং প্রশংসনীয় হবেন।

• বুধ যদি সপ্তম ভাবস্থ হয়, তা হলে দ্রুত লাভ বা শ্রীবৃদ্ধি ঘটবে।

• চন্দ্র যদি সপ্তমভাবে থাকে, তা হলে অনিশ্চিত হ্রাসবৃদ্ধি। ব্যবসা ও স্থান দুটোই পরিবর্তনশীল হবে।

• রাহু যদি সপ্তম ভাবস্থ হয়, তা হলে বহু জিনিস নিয়ে ব্যবসার ঝোঁক থাকবে। ব্যবসায় পরিবর্তনে উত্থান-পতন সবই থাকবে।

• জন্মছকে রবি থাকলে ব্যবসায় হ্রাস-বৃদ্ধি কম হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন