ধর্মভাব বা আধ্যাত্মভাব নিয়ে জ্যোতিষ কি বলছে জেনে নিন

যে সব জাতকের বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে, মঙ্গল বা রাহুর ক্ষেত্রে কোনও অশুভ চিহ্ন না থাকে এবং করতলে শুক্র বন্ধনী না থাকে সেই জাতক দেশের ও দশের সেবাকেই পরম ধর্ম বলে মনে করে থাকেন এবং তারা আশ্রম, দেবালয় প্রতিষ্ঠা এবং সৎ গ্রন্থ রচনা করে থাকেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০০:০১
Share:

যে সব জাতকের বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে, মঙ্গল বা রাহুর ক্ষেত্রে কোনও অশুভ চিহ্ন না থাকে এবং করতলে শুক্র বন্ধনী না থাকে সেই জাতক দেশের ও দশের সেবাকেই পরম ধর্ম বলে মনে করে থাকেন এবং তারা আশ্রম, দেবালয় প্রতিষ্ঠা এবং সৎ গ্রন্থ রচনা করে থাকেন।

Advertisement

যাদের করতলে আঙ্গুলি গুলিতে স্বস্তিকা চিহ্ন থাকে এবং বৃহস্পতি, চন্দ্র ও শুক্রের ক্ষেত্র উন্নত হয় তারা সাধক হয়ে থাকেন।

যে সব জাতকের আঙ্গুলের অগ্রভাব স্থুল হয় এবং বৃহস্পতির আঙ্গুলের পর্বগুলি দীর্ঘ ও স্থুল হয় সেই সব জাতক সব সময় ধর্মালোচনা করতে ভালবাসে।

Advertisement

যদি বৃহস্পতির ক্ষেত্র উঁচু ও সমুন্নত হয় তবে তারা সংসারে থেকেও ধর্ম কর্ম করে থাকেন। শনির ক্ষেত্রের ত্রিশূল বা উর্ধরেখা থাকলেও সংসারী হয়েও ধর্মে মতি থাকে। চন্দ্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলেও তারা সংসারে থেকেও ধার্মিক হয়।

যাদের চন্দ্রের ক্ষেত্র থেকে কোনও রেখা উঠে ধনুকের মত বেঁকে বুধের দিকে গমন করে তা হলে তারা আধ্যাত্মিক জীবনে প্রভূত উন্নতি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement