Washing Hands on Plate

খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোয়ার অভ্যাস রয়েছে? এর ফলে কী ক্ষতি হয় জানেন?

জ্যোতিষশাস্ত্র মতে খাবার নিয়ে বিশেষ কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করতে পারলে শুভ ফল পাওয়া যায়। খাবার নিয়ে কোনও ভুল করা হলে আমাদের নানা বিপদের মুখে পড়তে হতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:৩২
Share:

—প্রতীকী ছবি।

খাদ্যশস্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। আমাদের সব সময় খাবারকে সম্মান করা উচিত। বেঁচে থাকার জন্য খাবার জরুরি। খাবার ছাড়া আমরা খুব বেশি দিন বেঁচে থাকতে পারব না।

Advertisement

কথিত রয়েছে, খাবার সংক্রান্ত কোনও ভুল বা খাবারের অপমান মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা সহ্য করতে পারেন না। যে ঘরে খাবারের অপমান হয়, সেই ঘরে মা লক্ষ্মী থাকেন না। জ্যোতিষশাস্ত্র মতে খাবার নিয়ে বিশেষ কিছু সতর্কতা রয়েছে যা অবলম্বন করতে পারলে শুভ ফল পাওয়া যায়। খাবার নিয়ে কোনও ভুল করা হলে আমাদের নানা বিপদের মুখে পড়তে হতে পারে।

খাবার সংক্রান্ত জরুরি সতর্কতা:

Advertisement

খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোয়া যাবে না। অনেকেই এই ভুলটা করে থাকেন। অনেকেই খাওয়ার পর উঠে গিয়ে হাত ধোয়ার থেকে যে থালায় খাচ্ছেন সেই থালাতেই হাত ধোয়া সহজ মনে করেন। খাওয়ার আগে এবং পরে হাত ধোয়া অবশ্যই প্রয়োজন, তবে তা সেই থালাতেই নয়। খাওয়ার থালায় কখনওই হাত ধোয়া উচিত নয়।

এর ফলাফল:

খাওয়ার থালায় হাত ধুলে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা ক্ষুব্ধ হন। এর ফলে সেই বাড়িতে তাঁরা আর বসবাস করেন না। যার ফলে শুরু হয় অভাব, অনটন এবং দারিদ্র। খাওয়ার থালায় হাত ধুলে জীবনে আর্থিক সঙ্কট সৃষ্টি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement