বিয়ের আগেই জেনে নিন বিবাহিত জীবন কেমন হতে পারে (শেষ অংশ)

আপনার জন্মকালীন শুক্র অন্য কোনও অশুভ গ্রহ দ্বারা কুপিত হলে আপনার জীবন জীবনসঙ্গী দ্বারা বিপন্ন হতে পারে, অথবা সে মারা যেতে পারে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

(১১) শুক্র যদি জলরাশিতে চন্দ্র-সহ অবস্থান করে, তা হলে আপনি যাকে বিয়ে করবেন তার জলে ডুবে মৃত্যু হতে পারে।

Advertisement

(১২) শুক্র যদি রবির সঙ্গে অবস্থান করে, তা হলে আপনার স্বামী বা স্ত্রীকে থেকে থেকে ভূতে ধরবে এবং তার বিশিষ্ট কোনও পরিবারে জন্ম হয়ে থাকবে।

(১৩) শুক্র যদি চন্দ্রের সঙ্গে জন্মছকে অবস্থান করে, তা হলে স্ত্রীর বংশমর্যাদা ও কোলিন্য স্বামীর বংশের চেয়ে উঁচু হবে।

Advertisement

(১৪) যদি শুক্র ও মঙ্গল সংযুক্ত অবস্থায় জন্মছকে থাকে, তবে জীবন সঙ্গী বা সঙ্গিনী ইভিল স্পিরিট দ্বারা আক্রান্ত হবে তার উপপতি বা উপপত্নী থাকবে।

(১৫) জন্মছকে শুক্র বুধ এক সঙ্গে অবস্থান করলে স্বামী/স্ত্রী শিক্ষিত, ভাল স্বভাবের ও দেখতে সুন্দর হয়ে থাকে।

(১৬) শুক্র যদি রাহু/কেতুর সঙ্গে থাকে তবে স্বামী বা স্ত্রী খুব খারাপ স্বভাবের মানুষ হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে সে খোঁড়া হতে পারে।

(১৭) শুক্র যদি বৃহস্পতি সংযুক্ত অবস্থায় থাকে, তা হলে স্বামী বা স্ত্রী গন্ধর্ব দ্বারা আক্রান্ত হতে পারে।

(১৮) শুক্র গুলিকযুক্ত হলে স্বামী/স্ত্রী দুর্ঘটনায় মারা যেতে পারে।

সপ্তম ভাব বিভিন্ন রাশিতে পড়ার জন্য স্বামী বা স্ত্রীর প্রকৃতি কেমন হয়—

*মেষ: মন্দিরে যেতে ভালবাসে।

*বৃষ: মানুষকে খাওয়াতে ভালবাসে।

*মিথুন: খুব পরিপাটি থাকতে ভালবাসে। সেই সঙ্গে সমস্ত বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখে।

*ককর্ট: স্নান করতে ভালবাসে।

*সিংহঃ ধর্ম ও আধ্যাত্মিক দিকে প্রবণতা থাকে।

*কন্যা: এদের প্রবণতা সুন্দর বাসনপত্র বা ফুলদানি বা পারফিউম সংগ্রহ করা।

*তুলা: এরা বাকপটু হয়।

*বৃশ্চিক: রান্নায় পারদর্শী হয়।

*ধনু: এরা পুরাণ বা মাইথলজিক্যাল গল্প শুনতে ভালবাসে।

*মকর: কমবেশি অর্থনৈতিক কোনও কর্মে নিযুক্ত রাখতে চেষ্টা করে।

*কুম্ভ: এরা খাদ্যশস্য সংগ্রহ করতে ভালবাসে।

*মীন: এরা ব্রোঞ্জের তৈরি বাসনপত্র বা ফুলদানি সংগ্রহ করে থাকে। কথাবার্তায় মধুরভাষী ও শিল্পকলা বা কারুশিল্পে পারদর্শী হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন