Bay Leaf Manifestation Method

তেজপাতার ‘তেজে’ জীবন থেকে পালাবে যে কোনও সমস্যা! করতে হবে একটি সহজ কাজ

অনেকেরই জানা নেই যে, তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি। হেঁশেলের এই একটি মাত্র উপাদান আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৯
Share:

—প্রতীকী ছবি।

তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর গুণ। তেজপাতা যে শুধু আমাদের রান্নাঘরের কাজে লাগে তা নয়, জ্যোতিষশাত্রেও এই পাতার নানা ব্যবহার রয়েছে। অনেকেরই জানা নেই যে তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি। হেঁশেলের এই একটি মাত্র উপাদান আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

Advertisement

পারিবারিক অশান্তি মেটানো থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ভাল সম্পর্ক স্থাপন করা, তেজপাতা সব সমস্যার সমাধানই করতে পারে। এ ছাড়াও পুরনো প্রেম ফিরে পাওয়া, টাকাপয়সায় উন্নতি করা, বাস্তুদোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন করা প্রভৃতি কাজে তেজপাতার ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। মনের সকল ইচ্ছা পূরণ করা যেতে পারে তেজপাতা দিয়ে একটা সহজ টোটকা পালন করার মাধ্যমে।

তেজপাতা দিয়ে সহজ টোটকা:

Advertisement

টোটকা পালনের সময়– অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত করতে হবে। এই সময়কালে প্রত্যেক দিন টোটকাটি পালন করতে হবে, এক দিনও বাদ দেওয়া যাবে না। এই কাজটি প্রতি মাসের অমাবস্যার পরের দিন থেকে শুরু করা যেতে পারে। প্রতি মাসে করা সম্ভব না হলে, ছয় মাস অন্তরও কাজটি করতে পারেন। কিন্তু অবশ্যই অমাবস্যা ও পূর্ণিমার মাঝের সময়টাতেই করতে হবে।

কী করতে হবে– প্রথমে তিনটে বা চারটে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে (চন্দন সম্ভব না হলে পেন ব্যবহার করা যেতে পারে) মনের যা ইচ্ছা রয়েছে তা লিখতে হবে। এ ভাবে প্রত্যেক দিন মনের ইচ্ছা তেজপাতায় লিখবেন। মনের ইচ্ছা লেখা পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখতে হবে। জমিয়ে রাখা তেজপাতাগুলি পূর্ণিমার পরের দিন পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে দেওয়ার পর সেই ছাই রাতের আকাশে চাঁদের সামনে মনের ইচ্ছা বলে উড়িয়ে দিতে হবে। এই সহজ কাজটি নিষ্ঠা ভরে করতে পারলে মনের ইচ্ছা পূরণ হবে দ্রুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement