জন্মকুণ্ডলী অনুসারে কী ভাবে মৃত্যু হতে পারে

যদি শনি ও শুক্র এক সঙ্গে দশম ভাবে অবস্থান করে, আর রবি যদি চতুর্থে থাকে, তবে জাতক/জাতিকার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হতে পারে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

(১) যদি জন্মকুণ্ডলীতে চন্দ্র, মঙ্গল বা শনি পঞ্চম ভাবে বা অষ্টম ভাবে, বা অশুভ মঙ্গল ও শুক্র হয়ে পঞ্চম অথবা অষ্টম ভাবে থাকে, সেই সঙ্গে রবি বা চন্দ্র দ্বারা দৃষ্টি প্রাপ্ত না হয় বা একই সঙ্গে অবস্থান না করে, তা হলে জাতকের যুদ্ধক্ষেত্রে বা সংঘর্ষে মৃত্যু হয়।

Advertisement

(২) যদি শনি ও শুক্র এক সঙ্গে দশম ভাবে অবস্থান করে, আর রবি যদি চতুর্থে থাকে, তবে জাতক/জাতিকার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হতে পারে।

(৩) রবি যদি তুঙ্গস্থ হয়ে লগ্ন ভাবে একাকী কোনও গ্রহ সংযোগ বিরহিত হয়ে বা কোনও গ্রহ দ্বারা দৃষ্টি প্রাপ্ত না হয়ে অবস্থান করে, তবে জাতক/জাতিকার স্বাভাবিক ভাবে বা আকস্মিক ভাবে মৃত্যু হতে পারে।

Advertisement

(৪) কোনও জন্মছকে চন্দ্র ও বুধ যুগ্ম ভাবে তৃতীয় বা ষষ্ঠ স্থানে বা চন্দ্র ও শনি যুগ্ম ভাবে সপ্তমে, বা চন্দ্র ও কুপিত মঙ্গল যুগ্ম ভাবে সপ্তম বা দশম ভাবে অবস্থান করলে, জাতক/জাতিকার শোকাহত হয়ে মৃত্যু হবে।

(৫) বুধ যদি দ্বাদশে, শনি সপ্তমে, অথবা চন্দ্র ও বুধ যুগ্ম ভাবে নীচস্থ রবির সঙ্গে অথবা চন্দ্র ও বুধ চতুর্থে যুগ্ম ভাবে অবস্থান করে, তবে জাতক/জাতিকা আত্মহত্যা করতে পারে।

(৬) বুধ যদি রাহু/কেতুর সংযোগে শনি দ্বারা যুক্ত হয় বা শনি দ্বারা দৃষ্ট হয়, তা হলে জাতক/জাতিকা সর্প দংশনে মৃত্যু হতে পারে।

(৭) বুধ ও শনি যুগ্ম ভাবে চতুর্থে অবস্থান করে বা চন্দ্র, বুধ ও শনি এক সঙ্গে অবস্থান করে কুপিত রবি যুক্ত হয়ে চতুর্থে অবস্থান করে, তা হলে জাতক/জাতিকা খুন হতে পারে।

(৮) কোনও জন্মছকে শনি তৃতীয়ে, বুধ একাদশে, বা শনি ও রবি দশমে, বুধ অষ্টমে অবস্থান করলে, সেই জাতক/জাতিকার জেলখানায় মৃত্যু হতে পারে।

(৯) শুক্র লগ্নে, রবি শত্রুগ্রহ যুক্ত হয়ে সপ্তমে অথবা রবি ও শুক্র সংযুক্ত হয়ে তৃতীয় ভাবে জন্মছকে এবং বাৎসরিক ছকে অবস্থান করলে, যক্ষ্মা রোগে মৃত্যু হতে পারে।

(১০) রবি, চন্দ্র ও বুধ একযোগে চতুর্থে অবস্থান করলে বহুতল থেকে পড়ে মৃত্যু হতে পারে।

(১১) চন্দ্র ও রাহু চতুর্থে অবস্থান করলে, জলে ডুবে বা দমবদ্ধ হয়ে বা গলায় দড়ি দিয়ে মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: বৃষ রাশির জাতকদের আত্মীয়রা কেমন হয়ে থাকে

(১২) রবি ও শনি সপ্তমে, অথবা রবি, বুধ ও শনি সপ্তমে একসঙ্গে অবস্থান করলে জাতক খুন হতে পারে।

(১৩) বুধ ও বৃহস্পতি পরস্পর পরস্পরকে মিউচুয়াল দৃষ্টি বিনিময় করলে পক্ষাঘাতে মৃত্যু হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন