ত্রুটিপূর্ণ বাস্তুর জন্য হওয়া যৌন সমস্যা এবং প্রতিকার

দেখে নেওয়া যাক যৌন সমস্যার সংক্ষিপ্ত কয়েকটি কারণ সহ প্রতিকার

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

মানব জীবনে সব থেকে বড় অভিশাপ যৌন সমস্যা। ত্রুটিপূর্ণ বাস্তুতে বসবাসকারীর জীবনেও নানা ভাবে যৌন সমস্যা, বিবাদ, বিচ্ছেদ ইত্যাদি দেখা দেয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক যৌন সমস্যার সংক্ষিপ্ত কয়েকটি কারণ সহ প্রতিকার-

১। যে গৃহের শয়নকক্ষে আয়না বা দর্পণ থাকে এবং রতিক্রিয়ার প্রতিচ্ছবি তারা নিজেরা দেখতে পায় অতি সহজেই, জানবেন সেই গৃহে বসবাসকারী স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। প্রায়শই ওই গৃহে বাসরত স্বামী-স্ত্রী আশানুরূপ তৃপ্তিলাভে ব্যর্থ হয়। বাস্তুশাস্ত্র মতে, আয়না বা দর্পণ শয়নস্থানে রাখা অত্যন্ত অমঙ্গল। জায়গার অভাবে শয়নগৃহে রাখা আয়না বা দর্পণটি ব্যবহারের পরপরই কোনও মোটা পর্দা দিয়ে ঢেকে দিন। কিছুটা হলেও ত্রুটিমুক্ত হবে।

Advertisement

২। বর্তমান কালের প্রস্তুত কোনো গৃহেরই দুই দেওয়ালের মাঝে ছাদের বিম দৃশ্যমান নয়। কিন্তু পুরনো বাড়ির ছাদে ওই বিম দৃশ্যমান। কারণ সে যুগের ইঞ্জিনিয়র বা মিস্ত্রিদের কনসিল বিম সম্বন্ধে জানা ছিল না। টিন, টালি ইত্যাদির ছাউনিযুক্ত বাড়িগুলোতে আজও দুই দেওয়ালের মাঝে বিম রাখা হয়। ওই বিম যদি স্বামী-স্ত্রীর শয়নস্থানের ওপর হয়, তা হলে ওই স্বামী-স্ত্রী রতিক্রিয়ায় অতৃপ্তি সহ মনোমালিন্যে ভোগে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি স্থান করে নেয় অতি সহজেই। ওই ধরনের বিমগুলো বেড়া বা ফলস সিলিং দিয়ে ঢেকে দিলে গৃহটি ত্রুটিমুক্ত হয় তথা শান্তির নীড়ে পরিণত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন