জ্যোতিষীর উত্তর

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০০:০৩
Share:

১। নাম জানাতে চাই না। মালদহে ১৭ জুন, ১৯৯২ সালে জন্ম। এম-টেক করছি। কিন্তু পড়াশোনা চালাতে সমস্যা হচ্ছে। এম-টেক সম্পূর্ণ করতে পারব কি?

Advertisement

আপনার ক্রোধ সংবরণ করা উচিত। আপনার সঙ্গে প্রভাবশালী অধ্যাপকদের সঙ্গে সম্পর্কের হানি লক্ষ্য করা যায়। ধৈর্যশীল হলে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সম্ভব হলে মা সরস্বতী এবং সূর্যদেবের আরাধনা করুন। বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়।

২। আমার নাম শ্রাবণী খাঁড়া। জন্ম বিকেল ৫ টা ২৮ মিনিট। তমলুকে। বর্তমানে দিল্লির একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার। কবে সরকারি চাকরি পাব? কী ধরনের চাকরি পাব?

Advertisement

আপনার বিবাহের পর উপযুক্ত চাকুরি লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। জন সংযোগ জাতীয় কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা। আপনাকে নিয়ে আগামীতে খবর তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়।

৩। হুগলির আরামবাগে রাত ১১ টা ১০ মিনিটে আমার জন্ম। জন্ম ১৯৮৭ সালের ১০ নভেম্বর। সরকারি চাকরি পাব? ভবিষ্যৎ কেমন যাবে?

আপনার সরকারি বিভাগে কর্মলাভের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনার প্রশাসানিক যোগ্যতা আপনাকে সর্বোচ্চপদে অধিষ্ঠিত করবে এবং আপনি সমৃদ্ধিশালী জীবন উপভোগ করবেন। আপনি উত্তম গৃহের মালিক হবেন এবং আপনার জীবন হবে আরামদায়ক। অপ্রত্যাশিত সূত্র থেকে আপনি ধনলাভ করবেন। আপনার জীবনসঙ্গী প্রিয় হবেন। সন্তানরা পরিবারের গর্বের হবে।

৪। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাশ করেছি ২০১৫ সালে। এখন বি-টেক করছি। এখন আমার বয়স ২৪ বছর। জন্মস্থান কলকাতা। ভোর ৪ টে ৪৮ মিনিটে। তারিখ ২৫/০৯/১৯৯২। আমার ছকে সরকারি চাকরির সম্ভাবনা আছে? কত বছর বয়সে আমি চাকরি পাব? কোনও বিভাগের জন্য প্রস্তুতি নেব?

আপনার জন্মকুণ্ডলীতে কম শক্তির রাজযোগ বর্তমান। আপনি ভাগ্যশালী। সরকারি অথবা বেসরকারি কোনও সংস্থায় যথেষ্ট ভাল পদে অধিষ্ঠিত হতে পারেন। আগামী ২০১৮ সালের মধ্যে উপযুক্ত কর্ম লাভের সম্ভাবনা। আপনি যে কোনও ইঞ্জিনিয়ারিং শাখায় সুফল লাভ করবেন। ভবিষ্যতে আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। ক্রয়-বিক্রয় অথবা উৎপাদনের মাধ্যমে এক সৌভাগ্য লাভ করবেন। আপনি বর্তমানে চন্দ্রের দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন