ব্যবসায় বাস্তুর ভূমিকা

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০০:২৩
Share:

বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী যদি আমরা গৃহ বা অফিস নির্মাণ না করি, তাহলে সেই অফিস বা গৃহ আমাদের সৌভাগ্যের বদলে র্দুভাগ্য ডেকে আনতে পারে। সুতরাং বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের চলা উচিত। বর্তমানে অর্থ সৌভাগ্যেরই নামান্তর।

Advertisement

আসুন ব্যবসার উন্নতির জন্য বাস্তুশাস্ত্র কী বলে তা দেখা যাকঃ---

১. গরম বিক্রয় বস্তু গুলো সব সময় উত্তর- পশ্চিমে রাখা উচিত।

Advertisement

২. ক্যাশ কাউন্টারের মুখ সবসময় উত্তর বা পশ্চিমদিকে হওয়া উচিত। ক্যাশ বাক্স কখনো যেন খালি না হয়, অন্তত পক্ষে এক টাকা যেন ক্যাশ বাক্সে সবসময় থাকে।

৩. দোকানের মালিক যেন সব সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে। কখনোই যেন দক্ষিণ বা পশ্চিমে মুখ করে না বসেন। কারন এতে ক্ষতি হয়।

ক্যাশিয়ার বসার সব থেকে শুভ দিক হল দক্ষিণ-পূর্ব দিক।

৪। শুভ স্বস্তিক চিহ্ন সব সময় দোকানে রাখা উচিত।শুভলাভ, ঋদ্বি –সিদ্বি দোকানের দেওয়ালে লিখে রাখা উচিত।

৫।দোকানের বহ্মস্থান ফাঁকা থাকা উচিত।

বিঃ দ্রঃ – বাস্তুশাস্ত্রের কোন জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেস্টা বিশ্বর্কমা বলেছেন, এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্য সৃস্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement