—প্রতীকী ছবি।
জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বপ্ন। এক জন মানুষ ঘুমের মধ্যে কী স্বপ্ন দেখছেন সেটির বিচার-বিশ্লেষণ করে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। আগত দিনে উক্ত মানুষটির জীবনে সুখের সময় আসছে, না কি কোনও বিপদ ঘটতে পারে এই প্রকার নানা জিনিস বলে দেওয়া যায়। শাস্ত্র জানাচ্ছে, কিছু স্বপ্ন আছে যা দীপাবলির আগে দেখলে বুঝতে হবে যে সুখের সময় শুরু হতে চলেছে। এর অর্থ আপনার কোনও কাজে মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। শীঘ্রই এর ফল আপনি পেতে পারেন। কোন কোন স্বপ্ন দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন দেখে নিন।
দীপাবলির আগে কোন কোন স্বপ্ন দেখা শুভ?
পদ্মফুল: দীপাবলির আগে বা সেই দিন স্বপ্নে পদ্মফুলের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। পদ্মের উপর দেবী লক্ষ্মী বসে থাকেন। স্বপ্নে এই ফুল দেখার অর্থ হল জীবনে অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।
গরু: স্বপ্নে গরুর দেখা পাওয়াও ভাল লক্ষণ। বিশেষ করে দীপাবলির আগে গরুর স্বপ্ন দেখলে বুঝবেন জীবনের সমস্ত বাধা কেটে যাবে। সফলতার শিখরে পৌঁছোনোর সম্ভাবনা দেখা যাচ্ছে।
সোনা: সোনার স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ। দীপাবলির আগে স্বপ্নে সোনা দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। এর অর্থ টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে শীঘ্রই আপনি মুক্তি পেতে চলেছেন।
টাকা: দীপাবলির আগে টাকার স্বপ্ন দেখতে পেলে তো আর কোনও চিন্তাই নেই। মা লক্ষ্মী আপনাকে টাকার বিছানায় শুইয়ে রাখতে চলেছেন। অপ্রত্যাশিত সম্পত্তি প্রাপ্তি হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন।
নদী: দীপাবলির আগে স্বপ্নে নদী দেখাও অত্যন্ত শুভ। এর অর্থ হল বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যা থেকে রেহাই পাবেন। জীবনের সকল ঝঞ্ঝাট এ বার বিদায় নেবে। শুরু হবে আনন্দময় সময়। দাম্পত্য জীবনও মধুর হয়ে উঠবে।
মন্দির: মন্দিরের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার কাজে মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। আপনার সকল মনোস্কামনা এ বার ধীরে ধীরে পূরণ হতে চলেছে। দেবীর কৃপায় জীবনের সকল খারাপ অধ্যায় পাল্টে যাবে।
প্রদীপ: দীপাবলির আগে স্বপ্নে যদি জ্বলন্ত প্রদীপ দেখেন তা হলে বুঝতে হবে ভাগ্যের অন্ধকার শীঘ্রই কেটে যাবে। অর্থ থেকে শুরু করে দাম্পত্য, এমনকি কর্মক্ষেত্রের জটিলতা থেকেও মুক্তি পাবেন।