—প্রতীকী ছবি।
রাতে ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। স্বপ্নে কোনও কোনও জিনিস দেখা যেমন শুভ, তেমনই কিছু জিনিস স্বপ্নে দেখা অত্যন্ত অশুভ। এর থেকে বোঝা যায় যে শীঘ্রই আমাদের জীবনে এমন কোনও ঘটনা ঘটতে পারে যাতে আমাদের বিপদের মুখে পড়তে হতে পারে। শাস্ত্রমতে, সেই সকল অশুভ জিনিসের কোনও একটি যদি স্বপ্নে দেখতে পাওয়া যায় তা হলে আমাদের সতর্ক হওয়া আবশ্যক। জেনে নিন কিসের স্বপ্ন দেখা খারাপ।
স্বপ্নে কী কী দেখা অশুভ?
ভাঙা আয়না: স্বপ্নে ভাঙা আয়না দেখতে পাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি মন ভাঙা, অথবা বহু দিনের কোনও আশা বা স্বপ্ন ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়। এ ছাড়াও কাছের কোনও মানুষের সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিতও হতে পারে ভাঙা আয়না। এক জন মানুষের অন্তরাত্মার প্রতিফলন হল আয়না। স্বপ্নে সেটিকে ভাঙা দেখার অর্থ কখনওই শুভ হতে পারে না। স্বপ্নে ভাঙা আয়না দেখতে পেলে সতর্ক হওয়া কাম্য।
ছেঁড়া জামা ও সুতো: ছেঁড়া জামা বা সুতোর স্বপ্ন দেখলেও বুঝতে হবে কোনও অঘটন ঘটতে চলেছে। শাস্ত্রমতে, ছেঁড়া জামা ও সুতোর স্বপ্নের সঙ্গে এক জন মানুষের লক্ষ্যের সম্পর্ক রয়েছে। এই দুই জিনিস স্বপ্নে দেখলে বুঝতে হবে আপনার লক্ষ্য পূরণ হওয়া শক্ত। অর্থাৎ, আপনার লক্ষ্যের পথে নানা বাধা আসতে চলেছে। সেগুলিকে কাটিয়ে ওঠা সহজ হবে না। এ ছাড়া, আমরা অনেক সময় নানা জিনিস নিয়ে ভয় পাই, হীনম্মন্যতায় ভুগি। তখনও স্বপ্নে ছেঁড়া সুতো ও কাপড় দেখে থাকি।
প্রাকৃতিক দুর্যোগ: কোনও প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে এমন কোনও ঘটনা ঘটবে যেটি সামলানোর জন্য সঠিক মনের অবস্থায় আপনি থাকবেন না। ঘটনাটি আপনার উপর এমন প্রভাব ফেলবে যে আপনার বিচারবুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে, আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে যাবে। বিভীষিকাময় মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।
পথ হারিয়ে ফেলা: স্বপ্নে পথ হারিয়ে ফেললে বুঝতে হবে জীবনে এমন সময় আসতে চলেছে যা আপনাকে বিভ্রান্ত করে তুলবে। সিদ্ধান্ত নিতে গিয়ে কালঘাম ছুটে যাবে। কোনটা ঠিক, কোনটা ভুল সেটার বিচার করতে পারবেন না। অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন চলবে।
স্বপ্নে দাঁত পড়ে যাওয়া: একটা বয়স পর্যন্ত দাঁত পড়া একটা অত্যন্ত সাধারণ ব্যাপার। কিন্তু স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা অশুভ। এটি আসন্ন দুর্ভাগ্যের ইঙ্গিত দেয়। এর অর্থ হতে পারে যে আপনি কোনও শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন।