সপ্তমে অশুভ রবি? বিবাহিত জীবনে সাবধান

আপনার রাশিচক্রে ও জীবনে উল্লেখিত ইঙ্গিতগুলির প্রভাব পড়ছে কিনা দেখে নিন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

আপনার রাশিচক্রে ও জীবনে উল্লেখিত ইঙ্গিতগুলির প্রভাব পড়ছে কিনা দেখে নিনঃ-

Advertisement

১। শুক্র দাম্পত্য সুখের কারক গ্রহ।

২। দশাপতি নক্ষত্রের যে পাদে থাকবেন, দশা চলাকালীন সেই সময়ে ওই নক্ষত্র অধিপতির ফল দেবেন। পরীক্ষা করে দেখুন প্রমাণ পাবেন।

Advertisement

৩। শনি ইতিহাস নির্দেশ করে।

৪। সপ্তমে অশুভ রবি গ্রহরত্ন নির্দেশ করে।

৫। সপ্তমে অশুভ রবি বিবাহ এবং বিবাহিত জীবনে চরম অশুভ ফল দেয়।

৬। কেমদ্রুম যোগ কর্মে প্রচণ্ড সমস্যা সৃষ্টি করে।

৭। শনি+বৃহস্পতি+মঙ্গল+রাহু এক সঙ্গে যে ভাবে থাকবে সেই ভাবের চরম ক্ষতি করবে।

৮। ভাগ্য ভাবে নীচস্থ কেতু উচ্চবিদ্যায় বাধা নির্দেশ করে।

৯। শুভ লগ্নপতি বিপদের সময় রক্ষাকবচের কাজ করে।

১০। দ্বিতীয় পতি দ্বাদশে অযথা অর্থ ব্যয় করিয়ে দেয়।

১১। পঞ্চমে মঙ্গল মাথা ও পেট গরম রাখে।

১২। লগ্নে অশুভ(শ+র) দৈহিক(বিশেষত মুখণ্ডলের) সৌন্দর্য নষ্ট করে।

১৩। তৃতীয় পতি এবং তৃতীয় ভাব শুভ হলে হাতের লেখা সুন্দর হয়।

১৪। পঞ্চম ভাব পীড়িত হলে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রচণ্ড বাধার সৃষ্টি করে।

১৫। চতুর্থে বা দশমে শনি মানসিক সন্তুষ্টি দেয় না।

১৬। লগ্নের ওপর রাহু বা মঙ্গলের অশুভ প্রভাব থাকলে প্রায়শই শরীর খারাপ যায়।

১৭। শুক্র পীড়িত থাকলে তান্ত্রিক প্রতিকারে সাফল্য কম পাওয়া যায়।

১৮। চতুর্থ ভাব এবং চতুর্থ পতি অশুভ কেতুর দ্বারা পীড়িত বা প্রভাবিত হলে শ্বাসকষ্ট দেখা দেয়।

১৯। নবম, দশম এবং দ্বাদশ পতি ও ভাব বিদেশ নির্দেশ করে।

২০। শনি এবং রবি গ্রহরত্ন নির্দেশ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement