বুধ প্রধান হাত সম্পর্কে কিছু তথ্য

বুধ প্রধান লোকের হাত শুভ বলা যায়। এর সঙ্গে বুধরেখা হাতে স্পষ্ট থাকলে সেটা আরও শুভ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

বুধ প্রধান লোকের হাত শুভ বলা যায়। এর সঙ্গে বুধরেখা হাতে স্পষ্ট থাকলে সেটা আরও শুভ।

Advertisement

এরা হয় চঞ্চলমতি, এবং উদার বালক-স্বভাব। তবে বাইরে সরল কিন্তু ভিতরে কূট নৈতিক হয়ে থাকে। তাই এদের সহজে বোঝা যায় না। এরা চিন্তাশীল বা যুক্তি পটু হয়। এদের মেধা শক্তি খুব তীক্ষ্ণ। কিন্তু একটু চঞ্চলমনা হয়ে থাকে।

এরা কাউকে ভালবাসতে আবার পরমুহুর্তে ঘৃণা করতে পারে। এরা কোনও কাজ করতে করতে হঠাৎ ত্যাগ করতে পারে। এদের মনে দ্বিবিধ ভাব কাজ করে। তাই একই সঙ্গে কাউকে ভালবাসে ও ঘৃণা করে।

Advertisement

আইনবিদ্যা, চিকিৎসক, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা বিভাগ, নানা দিকে এদের তীক্ষ্ণ প্রতিভা থাকে। এরা বাস্তববাদীতা বলে যখন তখন কল্পনার রঙে মনকে রাঙাতে পারে।

ব্যবসায় এরা বেশ সাফল্য অর্জন করে। বুদ্ধিজীবী হলেও খুব ভাল হয়।

এরা সহজ সরল ও বিচক্ষণ হয়। তবে মতি সর্বদা চঞ্চল থাকে। বিশ্বের সব ব্যাপারে উদাসীন ভাব, এমনি ভাবে থাকতে চায়।

খেলাধুলা, অভিনয়, কৌতুক, আবৃতি, প্রভৃতি ব্যাপারে এরা খুব পটু হয়।

খুব বুদ্ধিমান হয়। নিজের বা অন্যের দোষ ত্রুটি খুজতে ভালবাসে। এত সহজে ও দ্রুত এরা বিভিন্ন পরিবেশে মিলিত হতে পারে যে তা কল্পনা করা যায় না। অনেক বড় বড় মনীষীর সঙ্গে এরা যোগাযোগ স্থাপন করে থাকে। এদের মাঝে মাঝেই পেটের রোগ হয়ে থাকে, লিভারের রোগেও ভুগতে হয়। এদের খুব সাবধানে থাকে উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement