চন্দ্র অশুভ হলে কী হয় এবং তার প্রতিকার

বিরুদ্ধ চন্দ্রের জন্য হানি হলে শঙ্খ, ক্ষীরুই মূল প্রভৃতি ধারণে অনেক সময় শুভ হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০০:০৫
Share:

চন্দ্র বিরুদ্ধ হলে—

Advertisement

চন্দ্রের রত্ন মুক্তা ও গঙ্গাজলক্ষেত্র বৈদুর্য। মুন স্টোন এবং ওপালও চন্দ্রেরই রত্ন।

চন্দ্রের ধাতু রৌপ্য এবং প্ল্যাটিনাম।

Advertisement

চন্দ্রের উদ্ভিদ পলাশ, কুমুদ, ক্ষীরুই এবং অন্য সব ক্ষার গাছ।

শঙ্খও চন্দ্রের প্রতিকারে কার্যকারী।

দেখা গিয়েছে, বিরুদ্ধ চন্দ্রের জন্য স্বামী-স্ত্রীর মনোমালিন্য, বিরোধ, বিচ্ছেদ প্রভৃতি অশুভ ফল হলে গঙ্গাজলক্ষেত্র ক্যাটস্ আই ধারণে তার প্রতিকার হয়।

সাংসারিক বা পারিবারিক অশান্তির জন্য প্ল্যাটিনাম বা রৌপ্য ধারণে প্রতিকার হয়ে থাকে।

বিরুদ্ধ চন্দ্রের জন্য হানি হলে শঙ্খ, ক্ষীরুই মূল প্রভৃতি ধারণে অনেক সময় শুভ হয়।

বিরুদ্ধ চন্দ্রের জন্য মনোকষ্ট বা প্রজননে বিঘ্ন হলে পলাশমূল ধারণ করলে প্রতিকার হওয়া সম্ভব।

বিরুদ্ধ চন্দ্রের জন্য আসবাবপত্র, গৃহসজ্জা প্রভৃতিতে রুপালি বা সাদা প্রভৃতি রঙের ব্যবহার করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement