আপনার নামের আদ্যক্ষরই আপনার পরিচয়

যেসব জাতক জাতিকার নামের আদ্যক্ষর ‘এস’ তাদের জীবনে হালকা নীল বেগুনি রং শুভ প্রভাব ফেলে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০০:০০
Share:

আপনার নামের আদ্যক্ষর ‘S’ হলেঃ—

Advertisement

১। যেসব জাতক জাতিকার নামের আদ্যক্ষর ‘এস’ তাদের জীবনে হালকা নীল বেগুনি রং শুভ প্রভাব ফেলে।

২। এরা নিজেদের কঠোর নিয়মাবলীর মধ্যে ঢেকে রাখে।

Advertisement

৩। এরা জীবনের চলার পথের অনুশাসনগুলি নিজেরা যেমন মেনে চলে তেমনই তাদের কাছাকাছি যারা থাকে তাদেরও মেনে চলতে শেখায়।

৪। যারা অনুশাসনের ব্যতিক্রমী, তাদের এড়িয়ে চলা এদের স্বভাবের বৈশিষ্ট্য। এতে নিজের ক্ষতি হলেও তাতে কোন রকম ভ্রুক্ষেপ করে না।

৫। এদের জীবনের মৌলিক গবেষণা এবং নব নব চিন্তাধারা অন্যের চিন্তা ভাবনার খোরাক জোগায়। তাতে তাদের উত্তরসূরীরাও সমানভাবে উপকৃত হয়।

৬। এরা আইনের অনুশাসন মেনে চললেও অনুশাসনকেই আইনে রূপান্তরিত করতে সচেষ্ট হয়।

৭। এরা প্রায় ক্ষেত্রেই যথেষ্ট সুরসিক। নিজের এবং অন্যের দোষত্রুটিগুলো হাসি ঠাট্টার মাধ্যমে উপস্থাপনা করে।

৮। এরা গুরুতর বিষয়গুলো হালকা করে দিতে সক্ষম। অবশ্য নিজের চরিত্রের এই বিপরীত প্রভাবটি আখেরে তার দুঃখ কষ্টকে বাড়িয়ে দেয়।

৯। এদের জীবনে প্রচুর কষ্ট করে প্রতিষ্ঠা লাভ করতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন