এই সব ঘটনা আপনার সঙ্গে ঘটলেই বুঝবেন আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন

অর্থ বা সম্পত্তি এমন একটা বস্তু, যা প্রচুর পরিমাণে আসুক এমনটা বেশির ভাগ মানুষই চান। আমরা সকলেই সম্পত্তি বৃদ্ধি করার জন্য নানা রকম চেষ্টা করে থাকি। যত বেশি পরিশ্রম তত বেশি অর্থ। কিন্তু কোনও কোনও সময়ে এমনও লক্ষ্য করা যায় যে, হঠাৎ বেশ কিছু অর্থের যোগান আমরা পেয়ে যাই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

অর্থ বা সম্পত্তি এমন একটা বস্তু, যা প্রচুর পরিমাণে আসুক এমনটা বেশির ভাগ মানুষই চান। আমরা সকলেই সম্পত্তি বৃদ্ধি করার জন্য নানা রকম চেষ্টা করে থাকি। যত বেশি পরিশ্রম তত বেশি অর্থ। কিন্তু কোনও কোনও সময়ে এমনও লক্ষ্য করা যায় যে, হঠাৎ বেশ কিছু অর্থের যোগান আমরা পেয়ে যাই। আবার এমন কিছু সঙ্কেত রয়েছে, যা আমাদের সঙ্গে ঘটলেই বোঝা যায় আমাদের অর্থ প্রাপ্তি যোগ আসন্ন। আমাদের প্রতিদিনের জীবন যাপনের মধ্যেই সেই সব লক্ষণ হঠাৎ করেই আমাদের সামনে এসে যাবে।

Advertisement

দেখা যাক কোন লক্ষণগুলি থেকে বোঝা যায় অর্থ প্রাপ্তি যোগ আসন্ন—

• যদি ঘুম থেকে উঠে দেখা যায় বাড়িতে হঠাৎ কোনও পশু বা পাখি আশ্রয় নিয়েছে, তাঁর মানে হাতে খুব শীঘ্র অর্থ আসতে চলেছে।

Advertisement

• নিজের অজান্তেই যদি কখনও জামা কাপড় উল্টো পরে ফেলা হয়, জানতে হবে অর্থ প্রাপ্তি হতে চলেছে।

আরও পড়ুন: জীবনের নানা সমস্যার সমাধান হয়ে যেতে পারে সহজ কয়েকটি টিপসে

• সকালে যদি কোনও মধুর বা সুন্দর শব্দে ঘুম ভাঙে, যেমন কোনও শিশুর মিষ্টি গলার স্বর।

• স্বপ্নে যদি সাপ দেখা যায়, তা হলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি অর্থ প্রাপ্তি হবে।(এ ক্ষেত্রে সোনালী রঙের সাপ বেশি ভাল)।

• সকালে ঘুম থেকে উঠে যদি দুধ বা দুগ্ধ জাতীয় কোনও খাবার বা নারকেল দেখতে পাওয়া যায়, তা হলে বাড়িতে আর্থিক উন্নতি অনিবার্য।

• প্রচুর এলাকা জুড়ে সবুজ ঘাস বা গাছ পালার স্বপ্ন দেখলেও অর্থ প্রাপ্তি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement