Brother

বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ভ্রাতৃদ্বিতীয়ার নির্ঘণ্ট ও সময়সূচি

এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ভ্রাতৃদ্বিতীয়ার নির্ঘণ্ট ও সময়সূচি

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

কালীপুজোর একদিন পরে শুক্ল দ্বিতীয়া। এটাই পরিচিত ভ্রাতৃদ্বিতীয়া হিসাবে। বর্তমানে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইটিকা অনুষ্ঠানটি ভারতে প্রায় সর্বত্রই পালিত হয়। একে ভাইবোনের মিলনোৎসব বলা যায়। এই দিনে আজও উভয়েই উভয়ের মঙ্গল কামনা করে থাকে।

Advertisement

এই উপলক্ষে প্রচুর খাওয়াদাওয়া ও উপহারের আদান-প্রদান হয়ে থাকে। ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকেই বোনেরা নানাপ্রকার মাঙ্গলিক উপাচারে ভাইদের কপালে টিকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ভ্রাতৃদ্বিতীয়ার নির্ঘণ্ট ও সময়সূচি-

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

৮ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা ০৮ মিনিট থেকে শুক্রবার ২৩ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ৯ নভেম্বর, দ্বিতীয়া রাত্রি ৯টা ২০ পর্যন্ত। ভ্রাতৃদ্বিতীয়াকৃত্যম্ (ভাঁইফোঁটা)। যমদ্বিতীয়া।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-

৮ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৮টা ৫৯ মিনিট থেকে ২২ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার দ্বিতীয়া রাত্রি ঘ৯/১৩/৫৭ পর্যন্ত। ভ্রাতৃদ্বিতীয়াকৃত্যম্( ভাঁইফোঁটা)। যমদ্বিতীয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement