শ্রীশ্রীবুদ্ধ পূর্ণিমা ও বৈশাখী পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৮:৫৬
Share:

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।

Advertisement

বুদ্ধপূর্ণিমার দিনে বৌদ্ধরা বুদ্ধপূজা-সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁরা বুদ্ধানুস্মৃতি ও সংঘানুস্মৃতি ভাবনা করে। বিবিধ পূজা ও আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৌদ্ধবিহারগুলিতে বুদ্ধের মহাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সহ ধর্মীয় সভার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মধ্যেও নানা উৎসবমুখর আনুষ্ঠানিকতার ধূম পড়ে যায়। এই পূর্ণিমাকে ঘিরে অনেক বৌদ্ধবিহারে চলে তিন দিনব্যাপী নানামুখী অনুষ্ঠান।

এখন দেখে নেওয়া যাক, ১৪২৬ সনের বৈশাখী পূর্ণিমার সময়সূচি ও নির্ঘণ্ট বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২ জ্যৈষ্ঠ ১৪২৬, শুক্রবার।

আরও পড়ুন: বুদ্ধপূর্ণিমার দিন এই কাজগুলি করলে সংসারে সুখ ও সমৃদ্ধি অনিবার্য​

ইং তারিখ: ১৭/০৫/২০১৯।

সময়: শেষরাত্রি ঘ ০৪/১১ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ৩ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৮/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/৪১ মিনিট পর্যন্ত।

পূর্ণিমা উপবাস:

বাংলা তারিখ: ৩ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৮/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/৪১ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২ জ্যৈষ্ঠ ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ১৭/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০৩/৫৭ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ৩ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৮/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/৩৮ মিনিট পর্যন্ত।

পূর্ণিমা উপবাস:

বাংলা তারিখ: ৩ জ্যৈষ্ঠ ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ১৮/০৫/২০১৯।

সময়: রাত্রি ঘ ০২/৩৮ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement