১৪২৬ সনের ধনতেরাসের নির্ঘণ্ট ও সময়সূচি

ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস৷ ধনতেরাসের শুভলগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০০:০৫
Share:

ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস৷ ধনতেরাসের শুভলগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷ বলা হয় যে, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে।

Advertisement

জেনে নেওয়া যাক ত্রয়োদশীর নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা) মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

ত্রয়োদশী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ২৫/১০/২০১৯।

সময়: সন্ধ্যা ঘ ৭/৮ মিনিট থেকে।

আরও পড়ুন: ধনতেরাস কী এবং কেন পালিত হয়?

ত্রয়োদশী তিথি শেষ:

বাংলা তারিখ: ৮ কার্তিক ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ২৬/১০/২০১৯।

সময়: দুপুর ঘ ৩/৪৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

ত্রয়োদশী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ২৫/১০/২০১৯।

সময়: বিকাল ঘ ৪/২৪ মিনিট থেকে।

ত্রয়োদশী তিথি শেষ:

বাংলা তারিখ: ৮ কার্তিক ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৬/১০/২০১৯।

সময়: দুপুর ঘ ০২/০১ মিনিট পর্যন্ত।

এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের কেনাকাটা করার শুভক্ষণ:

বাংলা তারিখ: ৭ কার্তিক ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ২৫/১০/২০১৯।

শুভক্ষণ: সন্ধ্যা ঘ ৭/৮ মিনিট থেকে রাত ঘ ৮/২২ মিনিট পর্যন্ত কেনাকাটা করার শুভ সময়। এই সময়ের মধ্যে পবিত্র কিছু জিনিস কিনলে লক্ষ্মীর আগমন ঘটে বলে মনে করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন