ধনতেরাসের পুজোর সময়সূচি ও কুবের পুজো

দেখে নেওয়া যাক, ধনতেরসের পুজোর সময়সূচি

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

হিন্দু সমাজে ধনতেরাসকে সুখ-সমৃদ্ধি, যশ এবং বৈভবের পার্বণ বলে মানা হয়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই বিশেষ দিনে ধনদেবতা কুবের এবং দেবতাদের বৈদ্য ও আয়ুর্বেদাচার্য ধন্বন্তরি দেবের পুজো করা হয়ে থাকে। মনে করা হয়, ধন্বন্তরির নামানুসারে এই পার্বণের নামকরণ হয়েছে ‘ধনতেরাস’। আবার মতান্তরে বলা হয়, ত্রয়োদশী তিথিতে যেহেতু ধনদেবতার পুজো করা হচ্ছে তাই এর নাম ‘ধনতেরাস’।

Advertisement

এখন দেখে নেওয়া যাক, ধনতেরসের পুজোর সময়সূচি-

ত্রয়োদশী তিথি শুরু হয় ১৮ কার্তিক, ১৪২৫, রবিবার। ইং ৪ নভেম্বর, ২০১৮, রাত্রি ১টা ২৫ মিনিট থেকে ৫ নভেম্বর, ২০১৮, রাত্রি ১১টা ৪৭ মিনিট পর্যন্ত।

Advertisement

এই বছর ধনতেরসের পুজোর মুহূর্ত হল-

৫ নভেম্বর সন্ধ্যে ৬টা ০৫মিনিট থেকে রাত ৮টা ০১ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১ ঘণ্টা ৫৫ মিনিট ধরে থাকবে এই মুহূর্ত।

উল্লেখিত সময়ের মধ্যে কুবের পুজো ও দীপদান পর্ব করা উচিত। পুজো সমাপন করে ‘লক্ষ্মী-চালিশা’ অবশ্যই পাঠ করবেন এবং কুবের মন্ত্র কমপক্ষে এক হাজার আট বার জপ করবেন। বাড়ির দরজার বাইরে দক্ষিণ দিকে দীপদান মন্ত্র পাঠ করে দীপদান করুন।

দীপদান মন্ত্র-

‘মৃত্যু না পাশ দণ্ডাভ্যাং

কালঃ শ্যামলয়া সহ।

এয়োদশ্যাং দীপদানাৎ

সূর্য্যজঃ প্রীয়তামিতি’।।

কুবের মন্ত্র-

‘নমঃ যক্ষায় কুবেরায়

বৈশ্রবনায় ধনধান্যাদিপতয়ে,

মম হঠাৎ ধনসম্পত্তি বৃদ্ধিং

কুরু কুরু নমঃ নমহঃ’।।

ধনতেরাস ব্রত পালনে ধন-সম্পত্তি ও আয়ু বৃদ্ধি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন