১৪২৬ সনের রাস পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি

কার্তিক মাসের পূর্ণিমাই রাসপূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

কার্তিক মাসের পূর্ণিমাই রাসপূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিন বৃন্দাবনের গোপিনী সকাশে রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন গোপশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্রভূমি। পরবর্তীকালে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের এই মিলন উৎসবকে শ্রীচৈতন্যদেব নাম-সঙ্কীর্তনের মধ্য দিয়ে রাস মহোৎসবে পরিণত করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি তাঁকে জানতে চায়, তবে তাঁকে অবশ্যই ভক্তির আশ্রয়ে থাকতে হবে। এই দিনে তাই বৈষ্ণব ভক্তরা তাঁদের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন রাসলীলায়।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের রাসপূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

পূর্ণিমা আরম্ভ—

বাংলা তারিখ: ২৪ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ১১/১১/২০১৯।

সময়: সন্ধ্যা ০৬/০২ মিনিট থেকে।

পূর্ণিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৪ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ১১/১১/২০১৯।

সময়: সন্ধ্যা ০৬/০২ মিনিট থেকে।

বিশেষ দ্রষ্টব্য: স্মার্ত্ত মতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা। (২৪ কার্তিক ১৪২৬, সোমবার)।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ১২/১১/২০১৯।

সময়: রাত্রি ঘ ০৭/০৪ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ১২/১১/২০১৯।

সময়: রাত্রি ঘ ০৭/০৪ মিনিট পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য: গোস্বামী মতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা (২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার)।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

পূর্ণিমা আরম্ভ:

বাংলা তারিখ: ২৪ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ১১/১১/২০১৯।

সময়: বিকাল ০৫/৪৭ মিনিট থেকে।

পূর্ণিমার নিশিপালন:

বাংলা তারিখ: ২৪ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ১১/১১/২০১৯।

সময়: সন্ধ্যা ০৫/৪৭ মিনিট থেকে।

বিঃ দ্রঃ স্মার্ত্ত মতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা। (২৪ কার্তিক ১৪২৬, সোমবার)।

পূর্ণিমা শেষ:

বাংলা তারিখ: ২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ১২/১১/২০১৯।

সময়: রাত্রি ঘ ০৬/৫৭ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: কার্তিক মাসে জলে এই জিনিসগুলো মিশিয়ে স্নান করুন, অর্থ ভাগ্য তুঙ্গে থাকবে সব সময়

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ১২/১১/২০১৯।

সময়: রাত্রি ঘ ০৬/৫৭ মিনিট পর্যন্ত।

বিঃ দ্রঃ গোস্বামী মতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা (২৫ কার্তিক ১৪২৬, মঙ্গলবার)।

বিঃদ্রঃ নবদ্বীপে ভাঙা রাস, বিবিধ দেবদেবীর প্রতিমা বিসর্জন, শোভাযাত্রা ও উৎসব:

বাংলা তারিখ: ২৬ কার্তিক ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ১৩/১১/২০১৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন