Solar Eclipse

Solar Eclipse: শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখে নিন কখন কোথা থেকে দেখা যাবে

আগামী ৪ ডিসেম্বর শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ অংশ থেকে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ০৮:৩৩
Share:

ফাইল চিত্র।

আগামী ৪ ডিসেম্বর শনিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ অংশ থেকে।

Advertisement

পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষ পথে অবিরত পরিভ্রমণ কালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র- পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান কালে (কিছু সময়ের জন্য) চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্য গ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ)।

ভারতীয় সময়-

Advertisement

গ্রহণ স্পর্শ- বেলা ১০টা বেজে ৫৯ মিনিটে।

পূর্ণগ্রাস আরম্ভ– বেলা ১২টে বেজে ৩৩ মিনিটে।

সর্বাধিক গ্রহণ– বেলা ১টা বেজে ০৪ মিনিটে।

পূর্ণগ্রাস শেষ– বেলা ১টা বেজে ৩৪ মিনিট।

গ্রহণ শেষ– বেলা ৩টে বেজে ০৭ মিনিটে।

গ্রহণ কালে গ্রহের অবস্থান–

রাহু বৃষ রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, কেতু, রবি, চন্দ্র এবং বুধ বৃশ্চিক রাশিতে, শুক্র ধনু রাশিতে, শনি মকর রাশিতে, এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন