Vastu Shastra

Vastu Shastra: সংসারে নানা বিপর্যয়ের হাত থেকে মুক্তি পেতে এই সব টিপস অবশ্যই মেনে চলুন

আমাদের সকলের জীবনেই বিপর্যয় কম বেশি থাকে। এই বিপর্যয় নানা কারণে আসতে পারে। বিশেষ করে গ্রহ দোষের কারণে সংসারে নানা অমঙ্গল এবং বিপর্যয় এসে যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ০৮:২৯
Share:

প্রতীকী চিত্র।

আমাদের সকলের জীবনেই বিপর্যয় কম বেশি থাকে। এই বিপর্যয় নানা কারণে আসতে পারে। বিশেষ করে গ্রহ দোষের কারণে সংসারে নানা অমঙ্গল এবং বিপর্যয় এসে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় কোনও গ্রহ দোষ ছাড়াই আমাদের জীবনে নানা সঙ্কট সৃষ্টি হচ্ছে। তখন বুঝতে হবে যে নিজেদের এমন কিছু ভুল রয়েছে যার ফলে সৃষ্টি হচ্ছে বাস্তুদোষ। আর এই বাস্তুদোষের কারণে জীবনে নানা সমস্যা এসে উপস্থিত হয়।

Advertisement

বিশেষ করে লক্ষ্য রাখতে হবে বাড়ি কি ভাবে সাজানো রয়েছে বা বেডরুমের কোন জায়গায় কোন জিনিস রাখা হয়েছে তার ওপর। বেডরুমে এমন কিছু ছবি রয়েছে যা একেবারেই রাখা যাবে না।

দেখে নিন কোন ছবি বেডরুমে রাখার পক্ষে অনুপযুক্ত—

Advertisement

• তাজমহলের ছবি বেডরুমে একেবারেই রাখা যাবে না। আপাতদৃষ্টিতে তাজমহল প্রেমের স্মৃতি হলেও এই ছবি বেডরুমে রাখতে নেই তার কারণ হল, এটা একটা কবরস্থান। তাই এই ছবি বেডরুমে রাখলে জীবনে দুঃখকে নিজের অজান্তেই আহ্বান করা হয়।

• কোনও জলপ্রপাতের ছবি বাড়িতে রাখতে নেই। এই ছবি বাড়িতে রাখলে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ছবি রাখলে যে কোনও ক্ষেত্রে উন্নতি ব্যাহত হয়।

• বেডরুমে নটরাজের মুর্তি বা ছবি একেবারেই রাখতে নেই। এর ফলে দিন দিন সংসারে নানা সমস্যা সৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement