Rakhi

Shraboni Purnima: শ্রাবণী পূর্ণিমা কবে? এ দিন রাধাকৃষ্ণের পুজো কেন করা উচিত, বলছে জ্যোতিষ

ঝুলন পূর্ণিমায় কিছু টোটকা মানলে আপনার ভাগ্য ফিরতে পারে অল্প সময়েই।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ০৯:৪৩
Share:

শ্রাবণী পূর্ণিমায় পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব ঝুলন যাত্রা। ছবি- সংগৃহীত

হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা শুভ তিথি, তবে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণী পূর্ণিমায় যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব ঝুলন যাত্রা, তেমনই পালিত হয় ভাতৃত্বের বন্ধন রক্ষার উৎসব রাখি বন্ধন।

Advertisement

শ্রাবণী পূর্ণিমার পূর্ণ তিথিতে রাধাকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর পুজা উপাসনা বিশেষ ফল দান করে। এই বিশেষ তিথিতে রাধাকৃষ্ণ বা বিষ্ণু পূজার সঙ্গে গৃহে তুলসি গাছের চারা রোপণ করে সারা বছর সঠিক পরিচর্চা করুন। এতে গ্রহের প্রতীকারের সঙ্গে গৃহের বাস্তু দোষ হ্রাস করা সম্ভব।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

Advertisement

পূর্ণিমা তিথি আরাম্ভ –

বাংলা – ২৬ শ্রাবণ, বৃহস্পতিবার।

ইংরেজি – ১১ অগাস্ট, বৃহস্পতিবার।

সময় – দিবা ঘ ১০ টা ৪০ মিনিট।

ইন্দ্রাদিদেব বিহিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন।

পূর্ণিমা তিথি সমাপ্ত –

বাংলা – ২৭ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি – ১২ অগাস্ট, শুক্রবার।

সময় – দিবা ঘ ৭ টা ৬ মিনিট।

শ্রাবণী পূর্ণিমার ব্রতোপবাস, রাখি বন্ধন।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে –

পূর্ণিমা তিথি আরাম্ভ –

বাংলা – ২৫ শ্রাবণ, বৃহস্পতিবার।

ইংরেজি – ১১ অগাস্ট, বৃহস্পতিবার।

সময় – দিবা ঘ ৯ টা ৫৬ মিনিট ।

শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশিপালন, ইন্দ্রাদিদেব বিহিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন।

পূর্ণিমা তিথি সমাপ্ত –

বাংলা – ২৬ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি – ১২ অগাস্ট, শুক্রবার।

সময় – দিবা ঘ ৭ টা ৩৬ মিনিট ১১ সেকেন্ড।

শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস, রাখি বন্ধন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন