জেনে নিন কার ভাগ্য কী রকম কর্ম আছে (প্রথম অংশ)

এ বারে সেই দশম পতি কোনও ভাবে বা ঘরে কী রকম ফল দিয়ে থাকে তা দেখা যাক

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

বর্তমান জীবনে কী করতে হবে, জাতক/জাতিকার জন্মছকের দশম ভাব থেকে তার একটা আভাস পাওয়া যায়। দশমপতি জাতচক্রে কোথায় অবস্থান করছে অর্থাৎ কোন ঘরে অবস্থান করছে তা দেখে দশম ভাবে অবস্থিত গ্রহও বিভিন্ন কর্মের ইঙ্গিত দিয়ে থাকে।

Advertisement

এ বারে সেই দশম পতি কোনও ভাবে বা ঘরে কী রকম ফল দিয়ে থাকে তা দেখা যাক—

(১) দশম পতি লগ্ন ভাবে: দশমপতি লগ্ন ভাবে বা প্রথম ঘরে থাকলে জাতক/জাতিকা সুকর্ম করে এসেছে এটা বোঝায়। জাতক চাকরি বা ব্যবসা যাই করুক না কেন তা স্বীয় প্রচেষ্টায় করে থাকে। জাতক/জাতিকা যে কর্মই করুক, তার মধ্যে স্বাধীনতা থাকতে হবে। চাকরি করলে সেই জায়গায় করে, যেখানে কর্তৃত্ব করার সুযোগ আছে। যেমন পুলিশ অফিসার, এগজিকিউটিভ অফিসার, কোনও করপোরেট সংস্থায় কর্ণধার, না হলে কোনও স্বাধীন ব্যবসা। জাতক যে কর্মই করুক তার মধ্যে নিজেকে সঁপে দিয়ে থাকে। তার কাছে কর্মই জীবন বা জীবনই কর্ম।

Advertisement

(২) দশম পতি দ্বিতীয়ে: বেশির ভাগ ক্ষেত্রে জাতক/জাতিকা পারিবারিক ব্যবসাকে উত্তারাধিকার সূত্রে পেয়ে থাকে। অনেক জায়গায় বাবার চাকরি ছেলে পেয়ে থাকে। ডাক্তারের ছেলে ডক্তার হয়, উকিলের ছেলে/মেয়ে উকিল হয়, গায়কের ছেলে/মেয়ে গায়ক হয়ে থাকে।

(৩) দশম পতি তৃতীয়ে: মানুষের নানারকম শখ থাকে। এক সময়ে এই শখকে জাতক/জাতিকা পেশা হিসেবে বেছে নেয়। এ ছাড়া বিভিন্ন যোগাযোগ সংক্রান্ত বিষয়কে পেশা হিসেবে বেছে নেয়, যেমন ট্র্যাভেলিং, ক্যুরিয়ার ইত্যাদি। এদের পিতারা এদের কর্মের বাধা হয়ে থাকে।

(৪) দশম পতি চতুর্থে: এখানে জাতক/জাতিকা নানা রকম শিক্ষায় বিভিন্ন ডিগ্রি অর্জন করে থাকে। এরা চাকরি করলে অনেক উঁচুপদের অধিকারী হয়। আবার ব্যবসা করলে পারিবারিক ধারা থেকেই ব্যবসা বেছে নেয়। এদের ব্যবসায় পিতামাতার একটা ভূমিকা থাকে।

(৫) দশম পতি পঞ্চমে: এখানে জাতক/জাতিকা ‘বুদ্ধি’ দিয়ে যে সব কাজকর্ম হয়, সেটাই বেছে নেয়। যেমন শেয়ারবাজার, লটারি ইত্যাদি। আবার শিক্ষকতা, গুরুগিরি,অধ্যাপনা, উকিল, ট্যাক্স কনসালটেন্ট, কোনও করপোরেট সংস্থায় কর্ণধার, ইত্যাদি। এখানে পুত্র/কন্যা থেকে লাভবান হওয়া বা ক্ষতি হওয়া গ্রহগত কারণে দুই-ই বোঝায়।

(৬) দশম পতি ষষ্ঠ ভাবে: বেশির ভাগ ক্ষেত্রে জাতক/জাতিকা চাকরিজীবী হয়ে থাকে। শুভগ্রহের প্রভাবে নানা রকম চিকিত্সা সংক্রান্ত কাজ, আইনবিভাগে চাকরি, পশুপাখি সংক্রান্ত কাজ, নিরাপত্তা বিভাগে, ভাল মাইনের চাকরি হয়। আর গ্রহগত অবস্থান খারাপ থাকলে কায়িক পরিশ্রমজনিত অপেক্ষাকৃত নিচু শ্রেণির কাজ হয়ে থাকে।

(ক্রমশ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন